সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহী যুবকের
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২০, ২২:৪৭:৪৪ | অনলাইন সংস্করণ
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার যশোর-ঝিনাইদহ মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় ইকবাল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান জানান, ইকবাল মোটরসাইকেল নিয়ে যশোরে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবোঝাই কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্নাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমদাদুল হক (৩২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমদাদুল হক কালীগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে। তিনি চুয়াডাঙ্গায় ব্যাংক এশিয়ার মার্কেটিং অফিসার পদে কর্মরত ছিলেন।
কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের জানান, বুধবার বিকাল ৩টার দিকে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি মথুরাপুরে ফিরছিলেন ইমদাদুল হক। পথিমধ্যে সদর উপজেলার গান্নাবাজার এলাকায় পৌঁছলে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান।
এরপর কালীগঞ্জগামী একটি সবজিবোঝাই ট্রাক তার কোমরের উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহী যুবকের
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার যশোর-ঝিনাইদহ মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় ইকবাল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান জানান, ইকবাল মোটরসাইকেল নিয়ে যশোরে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবোঝাই কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্নাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমদাদুল হক (৩২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমদাদুল হক কালীগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে। তিনি চুয়াডাঙ্গায় ব্যাংক এশিয়ার মার্কেটিং অফিসার পদে কর্মরত ছিলেন।
কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের জানান, বুধবার বিকাল ৩টার দিকে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি মথুরাপুরে ফিরছিলেন ইমদাদুল হক। পথিমধ্যে সদর উপজেলার গান্নাবাজার এলাকায় পৌঁছলে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান।
এরপর কালীগঞ্জগামী একটি সবজিবোঝাই ট্রাক তার কোমরের উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।