শেখ হাসিনার গাড়িবহরে হামলা, সাফাই সাক্ষী দিলেন রিজভী
সাতক্ষীরা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২০, ১৮:২৩:৩১ | অনলাইন সংস্করণ
বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে ২০০২ সালের হামলা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাফাই সাক্ষী দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে তিনি সাফাই সাক্ষী দিলে সরকারপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জনাকীর্ণ আদালতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উভয়পক্ষের বক্তব্য রেকর্ড করেন।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাফাই সাক্ষীতে বলেন, ঘটনার দিন ২০০২ সালের ৩০ আগস্ট মামলার আসামি হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় স্বেচ্ছাসেবক দলের এক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই দিন তিনি সাতক্ষীরায় ছিলেন না।
তিনি বলেন, আমি সাফাই সাক্ষী দিয়েছি। হাবিব নির্দোষ। কারণ তিনি সেদিন সাতক্ষীরায় ছিলেন না।
তিনি আরও বলেন, আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি।
সরকারপক্ষে সাতক্ষীরার পিপি আবদুল লতিফ বলেন, আমরা সাফাই সাক্ষী রিজভীকে জেরা করেছি। আগামী ৬ জানুয়ারি মামলার যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য রয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার মুক্তিযোদ্ধা পত্নী ধর্ষণের শিকার মাহফুজাকে হাসপাতালে দেখে কলারোয়া হয়ে মাগুরা যাওয়ার পথে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা তার গাড়িবহর নিয়ে হামলার শিকার হন। এ সংক্রান্ত মামলায় প্রথম দফায় ২৭ জনকে আসামি করা হলেও পুনঃতদন্ত শেষে পুলিশ নতুন করে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়। এ মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে কয়েকজনের সাফাই সাক্ষী নেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শেখ হাসিনার গাড়িবহরে হামলা, সাফাই সাক্ষী দিলেন রিজভী
বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে ২০০২ সালের হামলা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাফাই সাক্ষী দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে তিনি সাফাই সাক্ষী দিলে সরকারপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জনাকীর্ণ আদালতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উভয়পক্ষের বক্তব্য রেকর্ড করেন।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাফাই সাক্ষীতে বলেন, ঘটনার দিন ২০০২ সালের ৩০ আগস্ট মামলার আসামি হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় স্বেচ্ছাসেবক দলের এক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই দিন তিনি সাতক্ষীরায় ছিলেন না।
তিনি বলেন, আমি সাফাই সাক্ষী দিয়েছি। হাবিব নির্দোষ। কারণ তিনি সেদিন সাতক্ষীরায় ছিলেন না।
তিনি আরও বলেন, আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি।
সরকারপক্ষে সাতক্ষীরার পিপি আবদুল লতিফ বলেন, আমরা সাফাই সাক্ষী রিজভীকে জেরা করেছি। আগামী ৬ জানুয়ারি মামলার যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য রয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার মুক্তিযোদ্ধা পত্নী ধর্ষণের শিকার মাহফুজাকে হাসপাতালে দেখে কলারোয়া হয়ে মাগুরা যাওয়ার পথে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা তার গাড়িবহর নিয়ে হামলার শিকার হন। এ সংক্রান্ত মামলায় প্রথম দফায় ২৭ জনকে আসামি করা হলেও পুনঃতদন্ত শেষে পুলিশ নতুন করে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়। এ মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে কয়েকজনের সাফাই সাক্ষী নেয়া হয়েছে।