ভাঙ্গায় দোকান মালিকদের সংঘর্ষে নিহত ১, আহত ১০
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২০, ২১:১৮:৫৮ | অনলাইন সংস্করণ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালমৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে বৃহস্পতিবার বিকালে দোকান মালিকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কালামৃধা বাজারের এক দোকান মালিক লাল মিয়া হাওলাদার (৫৫) নিহত ও ১০ জন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
তিনি দক্ষিণ কালামৃধা গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে। গুরুতর আহত কোহেল হাওলাদার, ইব্রাহীম হাওলাদার, বাদল হাওলাদার, সুজন হাওলাদারকে স্থানীয় জনতা উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
কালামৃধা বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাজারের ভাড়াটিয়া ফার্নিচার ব্যবসায়ী এছাহাক মোল্লার কাঠ শুকানো নিয়ে পার্শ্ববর্তী দোকান মালিক সুজন হাওলাদের কথাকাটাকাটি হয়। বিকালে বিষয়টি নিয়ে সুজন হাওলাদার ও স্থানীয় ইউপি সদস্য আমির মোড়লের লোকজন এসে ফার্নিচার ব্যবসায়ীর ওপর হামলা চালায়। খবর পেয়ে ফার্নিচার ব্যবসায়ীর দোকান মালিক সুজন হাওলাদারসহ তাদের লোকজন সেখানে উপস্থিত হয়। এ সময় ব্যবসায়ী ও দোকান মালিকদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনার পর এলাকা থমথমে ভাব বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ মোতায়েন করেছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) লুৎফর রহমান জানান,ফার্নিচার ব্যবসায়ীর কাঠ শুকানো নিয়ে দোকান মালিকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত ও একজন দোকান মালিক নিহত হন। সংবাদ পেয়ে পরিস্থিতি শান্ত করি এবং আমরা নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ হতে থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভাঙ্গায় দোকান মালিকদের সংঘর্ষে নিহত ১, আহত ১০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালমৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে বৃহস্পতিবার বিকালে দোকান মালিকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কালামৃধা বাজারের এক দোকান মালিক লাল মিয়া হাওলাদার (৫৫) নিহত ও ১০ জন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
তিনি দক্ষিণ কালামৃধা গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে। গুরুতর আহত কোহেল হাওলাদার, ইব্রাহীম হাওলাদার, বাদল হাওলাদার, সুজন হাওলাদারকে স্থানীয় জনতা উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
কালামৃধা বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাজারের ভাড়াটিয়া ফার্নিচার ব্যবসায়ী এছাহাক মোল্লার কাঠ শুকানো নিয়ে পার্শ্ববর্তী দোকান মালিক সুজন হাওলাদের কথাকাটাকাটি হয়। বিকালে বিষয়টি নিয়ে সুজন হাওলাদার ও স্থানীয় ইউপি সদস্য আমির মোড়লের লোকজন এসে ফার্নিচার ব্যবসায়ীর ওপর হামলা চালায়। খবর পেয়ে ফার্নিচার ব্যবসায়ীর দোকান মালিক সুজন হাওলাদারসহ তাদের লোকজন সেখানে উপস্থিত হয়। এ সময় ব্যবসায়ী ও দোকান মালিকদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনার পর এলাকা থমথমে ভাব বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ মোতায়েন করেছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) লুৎফর রহমান জানান,ফার্নিচার ব্যবসায়ীর কাঠ শুকানো নিয়ে দোকান মালিকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত ও একজন দোকান মালিক নিহত হন। সংবাদ পেয়ে পরিস্থিতি শান্ত করি এবং আমরা নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ হতে থানায় মামলার প্রস্তুতি চলছে।