রাজাপুরের অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার,অপহরণকারী গ্রেফতার
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২০, ২১:২৭:৫৮ | অনলাইন সংস্করণ
ঝালকাঠির রাজাপুরে অপহৃত ছাত্রী ৫ মাস পর উদ্ধারসহ অপহরণ মামলার প্রধান আসামি বাবু খানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার খিলগাঁও থানার মেরাদিয়া (পোড়াবাড়ী) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবু খান উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের মো. আলী আজিম খান ওরফে আলী খানের ছেলে।
জানা গেছে, উপজেলা সদরের বাবার ভাড়া বাসা থেকে ফুপুর বাসায় যাওয়ার সময় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড় থেকে গত ২২ জুলাই সকালে ১৫ বছর বয়সী ওই ছাত্রী অপহরণ হয়। অপহরণের ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে বাবু খান ও তার সহযোগীসহ তিনজনকে আসামি করে ৩ জুলাই মামলা দায়ের করেন (মামলা নম্বর ২)। ওই মামলার ২নং আসামি গ্রেফতার হলেও বাকিরা পলাতক ছিল এবং অপহৃতকেও উদ্ধার করতে পারছিল না পুলিশ।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন,অপহৃতকে ঢাকা থেকে উদ্ধার ও আসামি বাবু খানকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজাপুরের অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার,অপহরণকারী গ্রেফতার
ঝালকাঠির রাজাপুরে অপহৃত ছাত্রী ৫ মাস পর উদ্ধারসহ অপহরণ মামলার প্রধান আসামি বাবু খানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার খিলগাঁও থানার মেরাদিয়া (পোড়াবাড়ী) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবু খান উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের মো. আলী আজিম খান ওরফে আলী খানের ছেলে।
জানা গেছে, উপজেলা সদরের বাবার ভাড়া বাসা থেকে ফুপুর বাসায় যাওয়ার সময় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড় থেকে গত ২২ জুলাই সকালে ১৫ বছর বয়সী ওই ছাত্রী অপহরণ হয়। অপহরণের ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে বাবু খান ও তার সহযোগীসহ তিনজনকে আসামি করে ৩ জুলাই মামলা দায়ের করেন (মামলা নম্বর ২)। ওই মামলার ২নং আসামি গ্রেফতার হলেও বাকিরা পলাতক ছিল এবং অপহৃতকেও উদ্ধার করতে পারছিল না পুলিশ।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন,অপহৃতকে ঢাকা থেকে উদ্ধার ও আসামি বাবু খানকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।