ফেনীতে অটোরিকশাচাপায় শিক্ষক নিহত
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২১, ১৩:১২:৩৫ | অনলাইন সংস্করণ
ফেনীর ছাগলনাইয়ায় সিএনজিচালিত অটোরিকশাচাপায় মোহাম্মদ ইয়াসিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকালে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোহাম্মদ ইয়াসিন উপজেলার মুহুরীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি যুগান্তরকে জানান, বুধবার সন্ধ্যায় ফেনী মিশন হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা প্রধান শিক্ষক ইয়াসিনকে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে শুক্রবার সকাল সাড়ে ৮টায় মারা যান তিনি।
পাঁচ সন্তানের জনক মোহাম্মদ ইয়াসিনের বাড়ি সোনাগাজী উপজেলায়। তিনি ফেনীতে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফেনীতে অটোরিকশাচাপায় শিক্ষক নিহত
ফেনীর ছাগলনাইয়ায় সিএনজিচালিত অটোরিকশাচাপায় মোহাম্মদ ইয়াসিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকালে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোহাম্মদ ইয়াসিন উপজেলার মুহুরীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি যুগান্তরকে জানান, বুধবার সন্ধ্যায় ফেনী মিশন হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা প্রধান শিক্ষক ইয়াসিনকে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে শুক্রবার সকাল সাড়ে ৮টায় মারা যান তিনি।
পাঁচ সন্তানের জনক মোহাম্মদ ইয়াসিনের বাড়ি সোনাগাজী উপজেলায়। তিনি ফেনীতে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।