বাস-প্রাইভেটকারের সংঘর্ষে ৪ যাত্রী নিহত
নরসিংদী প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২১, ১৭:৪৫:৩০ | অনলাইন সংস্করণ
নরসিংদীর বেলাবোতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা দরিকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানার ওসি মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি জানান,ভৈরব থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষবাধে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহত হন আরও ১ জন। আহতকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাস-প্রাইভেটকারের সংঘর্ষে ৪ যাত্রী নিহত
নরসিংদীর বেলাবোতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা দরিকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানার ওসি মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি জানান,ভৈরব থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহত হন আরও ১ জন। আহতকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়।