গণধর্ষণ করতে দেখে ৯৯৯-এ ফোন, কিশোরী উদ্ধার
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২১, ২২:৩৪:১৬ | অনলাইন সংস্করণ
গণধর্ষণ করতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন এক ব্যক্তি। পরে পুলিশ ধর্ষণের শিকার ওই কিশোরীকে (১৬) উদ্ধার করে।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে পারভীন আক্তার (২৭) ও লক্ষণ দাস (২২) নামে দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে আটককৃতদের নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে এক জনৈকের ফোন আসে। তিনি বলেন, পুকুরপাড়ে একটি মেয়েকে কয়েকজন লোক ধরে নিয়ে এসে ধর্ষণ করছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি কলমাকান্দা থানার ডিউটি অফিসারকে জানানো হয়।
খবর পেয়ে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বৃহস্পতিবার রাতে ওই কিশোরী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনকে আসামি করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক যুগান্তরকে বলেন, উদ্ধারকৃত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতদের নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গণধর্ষণ করতে দেখে ৯৯৯-এ ফোন, কিশোরী উদ্ধার
গণধর্ষণ করতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন এক ব্যক্তি। পরে পুলিশ ধর্ষণের শিকার ওই কিশোরীকে (১৬) উদ্ধার করে।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে পারভীন আক্তার (২৭) ও লক্ষণ দাস (২২) নামে দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে আটককৃতদের নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে এক জনৈকের ফোন আসে। তিনি বলেন, পুকুরপাড়ে একটি মেয়েকে কয়েকজন লোক ধরে নিয়ে এসে ধর্ষণ করছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি কলমাকান্দা থানার ডিউটি অফিসারকে জানানো হয়।
খবর পেয়ে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বৃহস্পতিবার রাতে ওই কিশোরী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনকে আসামি করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক যুগান্তরকে বলেন, উদ্ধারকৃত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতদের নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।