স্বেচ্ছাশ্রমে সাড়ে চার কিমি. সড়ক নির্মাণ
নেত্রকোনা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২১, ২১:১১:৩১ | অনলাইন সংস্করণ
পাঁচ দশক ধরে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দফতরে বারবার ধরনা দিয়েছেন এলাকাবাসী। সবাই রাস্তা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেউ সেটা রক্ষা করেননি। কলমাকান্দা সীমান্তের লেঙ্গুরা ইউনিয়নের জিগাতলা-রাধানগর সড়ক। বহুবার ক্ষমতার পালাবদল হলেও কোনো জনপ্রতিধিই খোঁজ নেয়নি এ সড়কের। শেষে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক তৈরির কাজ সম্পন্ন করেছেন।
সরকারি পর্যায়ে সড়ক নির্মাণের দীর্ঘ দিনের দাবি থাকলেও তা পূরণ না হওয়ায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এলাকার কয়েকশ' নারী-পুরুষকে নিয়ে সড়কটি তৈরির কাজ সম্পন্ন করেছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার জিগাতলা থেকে রাধানগর পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার কাঁচা সড়কের নির্মাণ কাজ স্বেচ্ছাশ্রমে শেষ হয়েছে। দুই সপ্তাহ ধরে প্রতিদিন কয়েকশ' নারী-পুরুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিলে তৈরি করেছেন সাড়ে চার কিলোমিটার সড়কের কাজ। সড়কটি বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে যায় গত পাঁচ দশক ধরে। তাই স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে নিজেরাই শুরু করেন সড়ক নির্মাণের কাজ।
ওই ইউনিয়নের ইউপি সদস্য আকবর কবীর জানান, প্রায় পাঁচ দশক ধরে ক্ষেতের আইল দিয়ে ১০-১২টি গ্রামের মানুষ চলাচল করে। কোনো সময়েই সড়কটির নির্মাণ কাজ হয়নি। বর্তমান ইউপি চেয়ারম্যান সেই কষ্টের লাঘব করেছেন। তার এ কাজে এলাকাবাসীও সহযোগিতা করেছেন। এ সড়কটি নির্মাণের ফলে ভুক্তভোগী এলাকার মানুষ দুর্দশা থেকে মুক্তি পেয়েছেন।
কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া জানান, সরকারি বরাদ্দ না থাকায় এলকাবাসীকে নিয়ে নিজেই মাটি কাটার কাজ করেছি। জনগণের দীর্ঘদিনের দুর্ভোগের কথা চিন্তা করে ওই এলাকার জনগণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে জিগাতলা-রাধানগর পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার দৈর্ঘ্য সড়কের নির্মাণ কাজ শেষ করেন বলেও জানান তিনি। এ সড়ক নির্মাণের ফলে এলাকার মানুষের প্রাণের দাবি পূরণ হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
স্বেচ্ছাশ্রমে সাড়ে চার কিমি. সড়ক নির্মাণ
পাঁচ দশক ধরে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দফতরে বারবার ধরনা দিয়েছেন এলাকাবাসী। সবাই রাস্তা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেউ সেটা রক্ষা করেননি। কলমাকান্দা সীমান্তের লেঙ্গুরা ইউনিয়নের জিগাতলা-রাধানগর সড়ক। বহুবার ক্ষমতার পালাবদল হলেও কোনো জনপ্রতিধিই খোঁজ নেয়নি এ সড়কের। শেষে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক তৈরির কাজ সম্পন্ন করেছেন।
সরকারি পর্যায়ে সড়ক নির্মাণের দীর্ঘ দিনের দাবি থাকলেও তা পূরণ না হওয়ায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এলাকার কয়েকশ' নারী-পুরুষকে নিয়ে সড়কটি তৈরির কাজ সম্পন্ন করেছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার জিগাতলা থেকে রাধানগর পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার কাঁচা সড়কের নির্মাণ কাজ স্বেচ্ছাশ্রমে শেষ হয়েছে। দুই সপ্তাহ ধরে প্রতিদিন কয়েকশ' নারী-পুরুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিলে তৈরি করেছেন সাড়ে চার কিলোমিটার সড়কের কাজ। সড়কটি বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে যায় গত পাঁচ দশক ধরে। তাই স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে নিজেরাই শুরু করেন সড়ক নির্মাণের কাজ।
ওই ইউনিয়নের ইউপি সদস্য আকবর কবীর জানান, প্রায় পাঁচ দশক ধরে ক্ষেতের আইল দিয়ে ১০-১২টি গ্রামের মানুষ চলাচল করে। কোনো সময়েই সড়কটির নির্মাণ কাজ হয়নি। বর্তমান ইউপি চেয়ারম্যান সেই কষ্টের লাঘব করেছেন। তার এ কাজে এলাকাবাসীও সহযোগিতা করেছেন। এ সড়কটি নির্মাণের ফলে ভুক্তভোগী এলাকার মানুষ দুর্দশা থেকে মুক্তি পেয়েছেন।
কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া জানান, সরকারি বরাদ্দ না থাকায় এলকাবাসীকে নিয়ে নিজেই মাটি কাটার কাজ করেছি। জনগণের দীর্ঘদিনের দুর্ভোগের কথা চিন্তা করে ওই এলাকার জনগণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে জিগাতলা-রাধানগর পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার দৈর্ঘ্য সড়কের নির্মাণ কাজ শেষ করেন বলেও জানান তিনি। এ সড়ক নির্মাণের ফলে এলাকার মানুষের প্রাণের দাবি পূরণ হয়েছে।