‘৩ কোটি’ টাকা মূল্যের তক্ষক উদ্ধার
যুগান্তর প্রতিবেদন, ভোলা
০৪ জানুয়ারি ২০২১, ১৯:১৯:১৩ | অনলাইন সংস্করণ
ভোলায় খেয়াঘাট এলাকা থেকে কোটি টাকা মূল্যের তিনটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
সোমবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার বিএন এম মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ এলাকায় অবস্থান নেয় কোস্টগার্ডের একটি দল। পরে মোটরসাইকেলে আসা দুইজন পাচারকারী তাদের উপস্থিতি টের পেয়ে ব্যাগভর্তি তিনটি তক্ষক ফেলে পালিয়ে যায়। এ সময় তারা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, উদ্ধারকৃত তক্ষক আইনি প্রক্রিয়ার জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘৩ কোটি’ টাকা মূল্যের তক্ষক উদ্ধার
ভোলায় খেয়াঘাট এলাকা থেকে কোটি টাকা মূল্যের তিনটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
সোমবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার বিএন এম মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ এলাকায় অবস্থান নেয় কোস্টগার্ডের একটি দল। পরে মোটরসাইকেলে আসা দুইজন পাচারকারী তাদের উপস্থিতি টের পেয়ে ব্যাগভর্তি তিনটি তক্ষক ফেলে পালিয়ে যায়। এ সময় তারা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, উদ্ধারকৃত তক্ষক আইনি প্রক্রিয়ার জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।