গভীর রাতে অভিযান, অস্ত্র-গুলিসহ ৪ রোহিঙ্গা আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২১, ১৪:৫৭:৪৪ | অনলাইন সংস্করণ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্র ও গুলিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার গভীর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং উত্তরপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন– টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের ১৭ নম্বর শেডের হোসেন আহম্মদের ছেলে মো. হামিদুল্লাহ ওরফে গুনিয়া (২৫), উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্পের নূর কবিরের ছেলে মো. ফোরকান (২০), নূর বশরের ছেলে মো. আইয়াছ (২১) ও ছৈয়দুল বশরের ছেলে নূর আলম (২০)।
কক্সবাজার-১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন রইক্ষ্যং উত্তরপাড়ায় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারী অবস্থান করছে এমন গোপন খবর আসে। এ ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং উত্তরপাড়া থেকে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে একটি দেশীয় বন্দুক, একটি গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গভীর রাতে অভিযান, অস্ত্র-গুলিসহ ৪ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্র ও গুলিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার গভীর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং উত্তরপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন– টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের ১৭ নম্বর শেডের হোসেন আহম্মদের ছেলে মো. হামিদুল্লাহ ওরফে গুনিয়া (২৫), উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্পের নূর কবিরের ছেলে মো. ফোরকান (২০), নূর বশরের ছেলে মো. আইয়াছ (২১) ও ছৈয়দুল বশরের ছেলে নূর আলম (২০)।
কক্সবাজার-১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন রইক্ষ্যং উত্তরপাড়ায় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারী অবস্থান করছে এমন গোপন খবর আসে। এ ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং উত্তরপাড়া থেকে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে একটি দেশীয় বন্দুক, একটি গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।