প্রধান শিক্ষক যখন সুদের কারবারি
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২১, ১৭:৫১:৫৪ | অনলাইন সংস্করণ
নেত্রকোনার মদনে এক প্রধান শিক্ষক দীর্ঘদিন যাবত সুদের রমরমা ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর সুদের টাকা পরিশোধ হলেও টাকার চেক হস্তান্তর না করেই টাকা উত্তোলন করে আসছেন বলে অভিযোগ উঠেছে।
সুদের টাকা পরিশোধ হলেও চেক হস্তান্তর না করেই টাকা উত্তোলন করে আসায় বীর মুক্তিযোদ্ধা মৃত আরজু মিয়ার স্ত্রী আনন্দ আক্তার উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কমান্ডারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার নায়েকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আরজু মিয়ার স্ত্রী মোছা. আনন্দ আক্তার পারিবারিক কাজের জন্য উপজেলার মনিকা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের নিকট থেকে মুক্তিযোদ্ধা ভাতার চেকবই জমা দিয়ে ১ লাখ টাকা সুদে নেন। এতে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ২ বছরে সুদে আসলে পরিশোধ হবে। কিন্তু ২ বছর পেরিয়ে ৭ বছর অতিবাহিত হওয়ার পরেও মুক্তিযোদ্ধার স্ত্রীর চেকবই ফেরত পাচ্ছেন না। চেক বহি ফেরত চাইলে বিভিন্ন সময় হুমকি ধমকি দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন জানান,বিষয়টি খুবই নিন্দনীয়। একজন প্রধান শিক্ষক হিসেবে এ কাজে কোনোভাবেই জড়িত হতে পারে না। বিষয়টি আমরা দেখবো।
প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, আমার নিকট থেকে মুক্তিযোদ্ধা মৃত আরজু মিয়ার স্ত্রী মোছা. আনন্দ আক্তার খালেক মিয়াকে নিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা সুদে নেয়। এখন পর্যন্ত তার টাকা পরিশোধ হয়নি। টাকা দেবে বলে তালবাহানা করছে। বিষয়টি আরও জানতে খালেক ভাইয়ের নিকট যেতে বলেন।
সোনালী ব্যাংক মদন শাখার ব্যবস্থাপক নিরাময় সরকার জানান, এমন অভিযোগের প্রেক্ষিতে ব্যাংক হিসাবটি লিয়েন করা হয়েছে। ভাতাভোগী ছাড়া কেউ টাকা তুলতে পারবেন না।
উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রধান শিক্ষক যখন সুদের কারবারি
নেত্রকোনার মদনে এক প্রধান শিক্ষক দীর্ঘদিন যাবত সুদের রমরমা ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর সুদের টাকা পরিশোধ হলেও টাকার চেক হস্তান্তর না করেই টাকা উত্তোলন করে আসছেন বলে অভিযোগ উঠেছে।
সুদের টাকা পরিশোধ হলেও চেক হস্তান্তর না করেই টাকা উত্তোলন করে আসায় বীর মুক্তিযোদ্ধা মৃত আরজু মিয়ার স্ত্রী আনন্দ আক্তার উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কমান্ডারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার নায়েকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আরজু মিয়ার স্ত্রী মোছা. আনন্দ আক্তার পারিবারিক কাজের জন্য উপজেলার মনিকা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের নিকট থেকে মুক্তিযোদ্ধা ভাতার চেকবই জমা দিয়ে ১ লাখ টাকা সুদে নেন। এতে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ২ বছরে সুদে আসলে পরিশোধ হবে। কিন্তু ২ বছর পেরিয়ে ৭ বছর অতিবাহিত হওয়ার পরেও মুক্তিযোদ্ধার স্ত্রীর চেকবই ফেরত পাচ্ছেন না। চেক বহি ফেরত চাইলে বিভিন্ন সময় হুমকি ধমকি দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন জানান,বিষয়টি খুবই নিন্দনীয়। একজন প্রধান শিক্ষক হিসেবে এ কাজে কোনোভাবেই জড়িত হতে পারে না। বিষয়টি আমরা দেখবো।
প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, আমার নিকট থেকে মুক্তিযোদ্ধা মৃত আরজু মিয়ার স্ত্রী মোছা. আনন্দ আক্তার খালেক মিয়াকে নিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা সুদে নেয়। এখন পর্যন্ত তার টাকা পরিশোধ হয়নি। টাকা দেবে বলে তালবাহানা করছে। বিষয়টি আরও জানতে খালেক ভাইয়ের নিকট যেতে বলেন।
সোনালী ব্যাংক মদন শাখার ব্যবস্থাপক নিরাময় সরকার জানান, এমন অভিযোগের প্রেক্ষিতে ব্যাংক হিসাবটি লিয়েন করা হয়েছে। ভাতাভোগী ছাড়া কেউ টাকা তুলতে পারবেন না।
উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।