রংপুরে হিন্দু পাড়ায় তাণ্ডবের মামলায় ৪৪ আসামি কারাগারে
রংপুর ব্যুরো
০৫ জানুয়ারি ২০২১, ২১:৫৫:৩০ | অনলাইন সংস্করণ
‘ফেস বুকে একটি স্ট্যাটাস’ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে রংপুরের সদরের পাগলাপীর ঠাকুরদাস হিন্দু পাড়ায় হামলা, বাড়িঘরে আগুন জ্বালিয়ে মালামাল লুটের ঘটনায় দায়ের করা মামলায় ৪৪ জন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের মিথ্যাভাবে পুলিশ জড়িত করেছে দাবি করে জামিনের আবেদন করেন। আদালতের সিএসআই জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কঠোর পুলিশি পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ১০ নভেম্বর ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ঠাকুরপাড়া হিন্দু পাড়ায় হামলা চালিয়ে অর্ধ শতাধিক বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় একটি মামলা হয়। পরে পুলিশ তদন্ত করে ২২৫ জনের নামে চার্জশিট দাখিল করে। আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রংপুরে হিন্দু পাড়ায় তাণ্ডবের মামলায় ৪৪ আসামি কারাগারে
‘ফেস বুকে একটি স্ট্যাটাস’ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে রংপুরের সদরের পাগলাপীর ঠাকুরদাস হিন্দু পাড়ায় হামলা, বাড়িঘরে আগুন জ্বালিয়ে মালামাল লুটের ঘটনায় দায়ের করা মামলায় ৪৪ জন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের মিথ্যাভাবে পুলিশ জড়িত করেছে দাবি করে জামিনের আবেদন করেন। আদালতের সিএসআই জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কঠোর পুলিশি পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ১০ নভেম্বর ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ঠাকুরপাড়া হিন্দু পাড়ায় হামলা চালিয়ে অর্ধ শতাধিক বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় একটি মামলা হয়। পরে পুলিশ তদন্ত করে ২২৫ জনের নামে চার্জশিট দাখিল করে। আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।