বাবা-মা দোকানে, বাড়িতে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
গাইবান্ধা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২১, ২২:১৮:২০ | অনলাইন সংস্করণ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. স্বপন মিয়া (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
স্বপন মিয়া ওই উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামের মো. এন্তাজ আলীর ছেলে।
সাদুল্লাপুর থানার ওসি মো. মাসুদ রানা জানান, বাড়ির পাশে বাজারে ওই শিক্ষার্থীর পিতার একটি খাবারের (ছোট হোটেল) দোকান আছে। সোমবার রাতে ওই দোকানে তার বাবা ও মা কাজ করছিল। এই সুযোগে স্বপন মিয়া তাদের বাড়িতে ঢুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এই সময় বাড়িতে বাবা-মা গেলে স্বপন দৌড় দিয়ে পালিয়ে যায়।
ওসি বলেন, ওই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ধর্ষণকারীকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাবা-মা দোকানে, বাড়িতে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. স্বপন মিয়া (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
স্বপন মিয়া ওই উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামের মো. এন্তাজ আলীর ছেলে।
সাদুল্লাপুর থানার ওসি মো. মাসুদ রানা জানান, বাড়ির পাশে বাজারে ওই শিক্ষার্থীর পিতার একটি খাবারের (ছোট হোটেল) দোকান আছে। সোমবার রাতে ওই দোকানে তার বাবা ও মা কাজ করছিল। এই সুযোগে স্বপন মিয়া তাদের বাড়িতে ঢুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এই সময় বাড়িতে বাবা-মা গেলে স্বপন দৌড় দিয়ে পালিয়ে যায়।
ওসি বলেন, ওই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ধর্ষণকারীকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।