গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২১, ২২:৪৩:৩৪ | অনলাইন সংস্করণ
মাদারীপুরের কালকিনিতে গাছের নিচে চাপা পড়ে দুলাল সরদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল কাজীবাকাই এলাকার দক্ষিণ ভাউতলি গ্রামের হাসেম সরদারের ছেলে।
এলাকা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দক্ষিণ ভাউতলি গ্রামের গাছ ব্যবসায়ী এছাহাক সরদারের ক্রয়কৃত কয়েকটি রেইনট্রি গাছ শ্রমিক হিসেবে কাটতে যান দুলাল সরদার। এ সময় একটি গাছ ছিটকে তার মাথার উপর পড়ে।
এতে দুলাল সরদার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলার আশোকাঠি হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
নিহত দুলালের ভগ্নীপতি মোসলেম আকন বলেন, গাছের নিচে পড়ে দুলাল প্রথমে আহত হন। পরে তাকে হাসপাতাল নিলে তিনি মারা যান।
ব্যবসায়ী এছাহাক সরদার বলেন, আমার ক্রয়কৃত গাছ কাটার সময় গাছ পড়ে দুলাল মারা গেছেন।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, দুলাল গাছের নিচে পড়ে মারা গেছেন। তার লাশ আশোকাঠি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের
মাদারীপুরের কালকিনিতে গাছের নিচে চাপা পড়ে দুলাল সরদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল কাজীবাকাই এলাকার দক্ষিণ ভাউতলি গ্রামের হাসেম সরদারের ছেলে।
এলাকা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দক্ষিণ ভাউতলি গ্রামের গাছ ব্যবসায়ী এছাহাক সরদারের ক্রয়কৃত কয়েকটি রেইনট্রি গাছ শ্রমিক হিসেবে কাটতে যান দুলাল সরদার। এ সময় একটি গাছ ছিটকে তার মাথার উপর পড়ে।
এতে দুলাল সরদার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলার আশোকাঠি হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
নিহত দুলালের ভগ্নীপতি মোসলেম আকন বলেন, গাছের নিচে পড়ে দুলাল প্রথমে আহত হন। পরে তাকে হাসপাতাল নিলে তিনি মারা যান।
ব্যবসায়ী এছাহাক সরদার বলেন, আমার ক্রয়কৃত গাছ কাটার সময় গাছ পড়ে দুলাল মারা গেছেন।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, দুলাল গাছের নিচে পড়ে মারা গেছেন। তার লাশ আশোকাঠি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।