পাবনায় বিলে মিলল নির্মাণ শ্রমিকের রক্তাক্ত লাশ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ১১:৪২:৩৭ | অনলাইন সংস্করণ
পাবনার আটঘরিয়া উপজেলার একটি বিল থেকে এক নির্মাণ শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আকরাম আলী (৪২)।
বুধবার সকালে উপজেলার ব্যাঙগাড়ির বিল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আকরাম চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে নির্মাণ শ্রমিক আকরাম হোসেন তার মামাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তার মোবাইল বন্ধ ছিল এবং তার (আকরাম) কোনো খোঁজ ছিল না।
পরে বুধবার সকালে আটঘরিয়া উপজেলার পাটেশ্বর নামক স্থানে একটি বিলের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
ঘটনার ব্যাপারে আটঘরিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম যুগান্তরকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আকরাম হোসেন নামে ওই ব্যক্তির মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে।
মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। হত্যার সঠিক কারণ অনুসন্ধান করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাবনায় বিলে মিলল নির্মাণ শ্রমিকের রক্তাক্ত লাশ
পাবনার আটঘরিয়া উপজেলার একটি বিল থেকে এক নির্মাণ শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আকরাম আলী (৪২)।
বুধবার সকালে উপজেলার ব্যাঙগাড়ির বিল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আকরাম চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে নির্মাণ শ্রমিক আকরাম হোসেন তার মামাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তার মোবাইল বন্ধ ছিল এবং তার (আকরাম) কোনো খোঁজ ছিল না।
পরে বুধবার সকালে আটঘরিয়া উপজেলার পাটেশ্বর নামক স্থানে একটি বিলের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
ঘটনার ব্যাপারে আটঘরিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম যুগান্তরকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আকরাম হোসেন নামে ওই ব্যক্তির মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে।
মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। হত্যার সঠিক কারণ অনুসন্ধান করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।