ড্রেনের পানি উপচে রাস্তায়, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ীরা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ১৯:১৩:৩৫ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার ড্রেনের পানি উপচে রাস্তা তলিয়ে যাওয়ায় দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ীরা। বৃষ্টির পানি ছাড়াই দুর্গন্ধযুক্ত পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চলাচলকারীরা। সরেজমিন ভূঞাপুর পৌরসভার কলেজ রোড এলাকায় এমন চিত্র দেখা গেছে।
কলেজ রোডের রং ব্যবসায়ী কামাল হোসেন বলেন, সকালে এসেই দেখি ড্রেনের পানিতে রাস্তা তলিয়ে গেছে। এতে ব্যাপক দুর্গন্ধ ছড়িয়েছে এলাকাজুড়ে। ময়লা পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় গ্রাহকরা দোকানের সামনে আসতে পারছেন না।
ওই রোডের সিমেন্ট ব্যবসায়ী নওশের আলী খান বলেন, পানির দুর্গন্ধে দোকানদারি করা কঠিন। বিষয়টি পৌর মেয়রকে জানানোর পর তার গাড়িচালক আব্দুল আলীম রাস্তার বেহাল দশার চিত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
কলেজ রোডের ব্যবসায়ীরা বলেন, পৌরসভার মধ্যে এই কলেজ রোডটি খুবই গুরুত্বপূর্ণ। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও মোবাইল মার্কেট এলাকা নামে পরিচিত রাস্তাটি। এ রাস্তার পাশ দিয়ে ড্রেন রয়েছে। ড্রেনটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকলেও তা সংস্কারের উদ্যোগ নেই। ফলে প্রতিনিয়ত বৃষ্টি ছাড়াই ড্রেনের ময়লা পানিতে রাস্তা তলিয়ে যায়।
ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কথা স্বীকার করে ভূঞাপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুকোমল রায় বলেন, দ্রুতই ড্রেনের কাজ করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ড্রেনের পানি উপচে রাস্তায়, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ীরা
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার ড্রেনের পানি উপচে রাস্তা তলিয়ে যাওয়ায় দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ীরা। বৃষ্টির পানি ছাড়াই দুর্গন্ধযুক্ত পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চলাচলকারীরা। সরেজমিন ভূঞাপুর পৌরসভার কলেজ রোড এলাকায় এমন চিত্র দেখা গেছে।
কলেজ রোডের রং ব্যবসায়ী কামাল হোসেন বলেন, সকালে এসেই দেখি ড্রেনের পানিতে রাস্তা তলিয়ে গেছে। এতে ব্যাপক দুর্গন্ধ ছড়িয়েছে এলাকাজুড়ে। ময়লা পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় গ্রাহকরা দোকানের সামনে আসতে পারছেন না।
ওই রোডের সিমেন্ট ব্যবসায়ী নওশের আলী খান বলেন, পানির দুর্গন্ধে দোকানদারি করা কঠিন। বিষয়টি পৌর মেয়রকে জানানোর পর তার গাড়িচালক আব্দুল আলীম রাস্তার বেহাল দশার চিত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
কলেজ রোডের ব্যবসায়ীরা বলেন, পৌরসভার মধ্যে এই কলেজ রোডটি খুবই গুরুত্বপূর্ণ। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও মোবাইল মার্কেট এলাকা নামে পরিচিত রাস্তাটি। এ রাস্তার পাশ দিয়ে ড্রেন রয়েছে। ড্রেনটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকলেও তা সংস্কারের উদ্যোগ নেই। ফলে প্রতিনিয়ত বৃষ্টি ছাড়াই ড্রেনের ময়লা পানিতে রাস্তা তলিয়ে যায়।
ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কথা স্বীকার করে ভূঞাপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুকোমল রায় বলেন, দ্রুতই ড্রেনের কাজ করা হবে।