ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২১, ২১:২০:১৪ | অনলাইন সংস্করণ
চট্টগ্রামের মীরসরাইয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম মাসুদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বারইয়ারহাট-রামগড় সড়কের করেরহাট গণিয়াতুল উলুম আলিম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম মাসুদ হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের শফিউল্লাহ কেরানীবাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে।
নিহতের স্বজন আলিম উল্লাহ রিপন বলেন, বৃহস্পতিবার দুপুরে মাসুদ পারিবারিক কাজে বাড়ি থেকে করেরহাট বাজারে যাচ্ছিল। এ সময় রামগড় থেকে ছেড়ে আসা একটি ট্রাক করেরহাট গণিয়াতুল উলুম মাদ্রাসার সামনে এসে তাকে ধাক্কা দেয়।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।
২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাদ এশা নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
চট্টগ্রামের মীরসরাইয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম মাসুদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বারইয়ারহাট-রামগড় সড়কের করেরহাট গণিয়াতুল উলুম আলিম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম মাসুদ হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের শফিউল্লাহ কেরানীবাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে।
নিহতের স্বজন আলিম উল্লাহ রিপন বলেন, বৃহস্পতিবার দুপুরে মাসুদ পারিবারিক কাজে বাড়ি থেকে করেরহাট বাজারে যাচ্ছিল। এ সময় রামগড় থেকে ছেড়ে আসা একটি ট্রাক করেরহাট গণিয়াতুল উলুম মাদ্রাসার সামনে এসে তাকে ধাক্কা দেয়।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।
২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাদ এশা নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।