গাছে উঠে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২১, ২২:২৩:০৮ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কড়ইগাছে উঠে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে নাফিজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ ওই গ্রামের নূর ইসলাম শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের কড়ইগাছে উঠে খেলছিল ওই শিশু। কিছুক্ষণ পর নূরু নামে এক ব্যক্তি কড়ই গাছে নাফিজকে ঝুলতে দেখে চিৎকার দেন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নাফিজকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ী থানার এসআই ফারুক জানান, হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শিশুটি দড়ি নিয়ে নিজেই গাছে উঠে খেলতে গিয়ে ফাঁসিতে ঝুলে মারা যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাছে উঠে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কড়ইগাছে উঠে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে নাফিজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ ওই গ্রামের নূর ইসলাম শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের কড়ইগাছে উঠে খেলছিল ওই শিশু। কিছুক্ষণ পর নূরু নামে এক ব্যক্তি কড়ই গাছে নাফিজকে ঝুলতে দেখে চিৎকার দেন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নাফিজকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ী থানার এসআই ফারুক জানান, হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শিশুটি দড়ি নিয়ে নিজেই গাছে উঠে খেলতে গিয়ে ফাঁসিতে ঝুলে মারা যায়।