জাতীয় পতাকার বিকৃত ছবি পোস্ট, ১৯ জনের নামে নন-এফআইআর প্রসিকিউশন
রংপুর ব্যুরো
০৭ জানুয়ারি ২০২১, ২২:৪৭:৪৩ | অনলাইন সংস্করণ
মহান বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষক জাতীয় পতাকা বিকৃত করে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ঘটনায় ১৯ জনের নামে ‘নন-এফআইআর প্রসিকিউশন’ দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। বুধবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে প্রতিবেদন দাখিল করেন তিনি।
রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইনস্পেক্টর নাজমুল কাদির জানান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আলম কলিমুল্লাহ ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধানসহ ১৮ শিক্ষকসহ উপাচার্যের পিএস আমিনুল ইসলামের বিরুদ্ধে পতাকা বিকৃতির অভিযোগ এনে দুটি অভিযোগ দায়ের করা হয়। ছাত্রলীগ নেতা আরিফ হোসেন আরিফ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান ও মাহমুদুর রহমানের দায়েরকৃত দুটি অভিযোগ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালত ১৫ কার্যদিবসের মধ্যে মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
তিনি জানান, বুধবার রাতে একই আদালতে প্রতিবেদন দাখিল করেন তাজহাট থানার এসআই এবং মামলার তদন্ত কর্মকর্তা ইজার আলি। এজহারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধানসহ ১৮ জন শিক্ষক এবং উপাচার্যের পিএ আমিনুর রহমানকে অভিযুক্ত করে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়।
প্রসিকিউশনের আলোকে আদালত তার সুবিধামতো সময়ে সমন জারির মাধ্যমে অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেবেন বলেও জানান কোর্ট ইন্সপেক্টর।
বিজয় দিবসের দিনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক একটি বিকৃত জাতীয় পতাকা নিয়ে ফটোসেশন করে তা ফেসবুকে দেয়ার প্রতিবাদে ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন সাবেক ছাত্রলীগ নেতা দুটি এজাহার দায়ের করেছিলেন তাজহাট থানায়। এ ঘটনায় জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে একটি প্রতিবেদন ভিসির কাছে প্রদান করে। এছাড়াও ওই দিন বিকাল থেকে ক্যাম্পাস ও পার্কের মোড়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন হয়ে আসছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জাতীয় পতাকার বিকৃত ছবি পোস্ট, ১৯ জনের নামে নন-এফআইআর প্রসিকিউশন
মহান বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষক জাতীয় পতাকা বিকৃত করে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ঘটনায় ১৯ জনের নামে ‘নন-এফআইআর প্রসিকিউশন’ দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। বুধবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে প্রতিবেদন দাখিল করেন তিনি।
রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইনস্পেক্টর নাজমুল কাদির জানান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আলম কলিমুল্লাহ ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধানসহ ১৮ শিক্ষকসহ উপাচার্যের পিএস আমিনুল ইসলামের বিরুদ্ধে পতাকা বিকৃতির অভিযোগ এনে দুটি অভিযোগ দায়ের করা হয়। ছাত্রলীগ নেতা আরিফ হোসেন আরিফ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান ও মাহমুদুর রহমানের দায়েরকৃত দুটি অভিযোগ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালত ১৫ কার্যদিবসের মধ্যে মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
তিনি জানান, বুধবার রাতে একই আদালতে প্রতিবেদন দাখিল করেন তাজহাট থানার এসআই এবং মামলার তদন্ত কর্মকর্তা ইজার আলি। এজহারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধানসহ ১৮ জন শিক্ষক এবং উপাচার্যের পিএ আমিনুর রহমানকে অভিযুক্ত করে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়।
প্রসিকিউশনের আলোকে আদালত তার সুবিধামতো সময়ে সমন জারির মাধ্যমে অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেবেন বলেও জানান কোর্ট ইন্সপেক্টর।
বিজয় দিবসের দিনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক একটি বিকৃত জাতীয় পতাকা নিয়ে ফটোসেশন করে তা ফেসবুকে দেয়ার প্রতিবাদে ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন সাবেক ছাত্রলীগ নেতা দুটি এজাহার দায়ের করেছিলেন তাজহাট থানায়। এ ঘটনায় জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে একটি প্রতিবেদন ভিসির কাছে প্রদান করে। এছাড়াও ওই দিন বিকাল থেকে ক্যাম্পাস ও পার্কের মোড়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন হয়ে আসছে।