সিরাজগঞ্জে পিকআপের ধাক্কায় ২ নারী নিহত
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২১, ১২:১০:১৩ | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
উপজেলার পৌর এলাকার পাড়কোলা বাসস্ট্যান্ডের কাছে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাড়কোলা গ্রামের আনিসের স্ত্রী সালেকা বেগম (৬০) ও চান্দু মিয়ার স্ত্রী কাজলী খাতুন (৬০)।
আহতরা হলেন- একই গ্রামের আনসার আলী (৩৮) ও মুক্তা খাতুন (২৫)।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই হাসিবুল ইসলাম যুগান্তরকে জানান, রংপুর থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি পিকআপ পাড়কোলা বাসস্ট্যান্ডের কাছে শাহজাদপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ভ্যান ও পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় অটোভ্যানের দুই নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত ও দুজন আহত হন বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর পিকআপচালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিরাজগঞ্জে পিকআপের ধাক্কায় ২ নারী নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
উপজেলার পৌর এলাকার পাড়কোলা বাসস্ট্যান্ডের কাছে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাড়কোলা গ্রামের আনিসের স্ত্রী সালেকা বেগম (৬০) ও চান্দু মিয়ার স্ত্রী কাজলী খাতুন (৬০)।
আহতরা হলেন- একই গ্রামের আনসার আলী (৩৮) ও মুক্তা খাতুন (২৫)।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই হাসিবুল ইসলাম যুগান্তরকে জানান, রংপুর থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি পিকআপ পাড়কোলা বাসস্ট্যান্ডের কাছে শাহজাদপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ভ্যান ও পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় অটোভ্যানের দুই নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত ও দুজন আহত হন বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর পিকআপচালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।