বিএনপির নিহত নেতার পরিবারের পাশে ব্যারিস্টার কায়সার
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২১, ১৭:৪১:২২ | অনলাইন সংস্করণ
সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের মৃত্যুর ঘটনায় তার বাড়িতে গিয়ে সমবেদনা ও কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার সকালে নিহত জাহাঙ্গীর আলমের কবরস্থান জিয়ারত করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ওই নেতা। এ সময় তিনি নিহতের পরিবারের দায়িত্ব নেয়ার কথা জানান।
নিহত জাহাঙ্গীর আলমের সহধর্মিণী ও বৃদ্ধা মায়ের হাতে তিন লাখ ২৫ হাজার টাকার পোস্টাল অর্ডার তুলে দেন ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব সোলায়মান হক, ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসূল, সদস্য সচিব শেখ রবিন প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর রাতে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিএনপির নিহত নেতার পরিবারের পাশে ব্যারিস্টার কায়সার
সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের মৃত্যুর ঘটনায় তার বাড়িতে গিয়ে সমবেদনা ও কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার সকালে নিহত জাহাঙ্গীর আলমের কবরস্থান জিয়ারত করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ওই নেতা। এ সময় তিনি নিহতের পরিবারের দায়িত্ব নেয়ার কথা জানান।
নিহত জাহাঙ্গীর আলমের সহধর্মিণী ও বৃদ্ধা মায়ের হাতে তিন লাখ ২৫ হাজার টাকার পোস্টাল অর্ডার তুলে দেন ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব সোলায়মান হক, ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসূল, সদস্য সচিব শেখ রবিন প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর রাতে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।