৭ বছরের ব্যবধানে একই পরিবারের তিনজনকে হত্যা
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২১, ১০:১৭:৩১ | অনলাইন সংস্করণ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় রুবেল খান (৩২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বলতলা ছয়ঘর গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে একই পরিবারের আরও দুই সদস্যকে খুন করে দুর্বৃত্তরা। ৭ বছর আগে রুবেলের বাবা আবদুল বারেক খান এবং তিন বছর আগে তার (রুবেল) ভাই রাসেল খান দুর্বৃত্তের হাতে খুন হন। একই পরিবারের তিন সদস্য খুন হওয়ার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয়দের মাঝে।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রুবেল কৃষি কাজ করতেন। উপজেলার বলতলা ছয়ঘর গ্রামে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে ডেকে এনে রুবেলকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। এতে রুবেলের মৃত্যু হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ রক্তাক্ত লাশ উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি। তবে কী কারণে এ হত্যা তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, গত সাত বছর আগে আবদুল বারেক খান দুর্বৃত্তদের হাতে খুন হন। এর চার বছর পর তার ছেলে রুবেলের ভাই রাসেল খানও দুর্বৃত্তের হাতে খুন হন। রুবেল খুন হওয়ায় একই পরিবারের তিনজন খুন হলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৭ বছরের ব্যবধানে একই পরিবারের তিনজনকে হত্যা
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় রুবেল খান (৩২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বলতলা ছয়ঘর গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে একই পরিবারের আরও দুই সদস্যকে খুন করে দুর্বৃত্তরা। ৭ বছর আগে রুবেলের বাবা আবদুল বারেক খান এবং তিন বছর আগে তার (রুবেল) ভাই রাসেল খান দুর্বৃত্তের হাতে খুন হন। একই পরিবারের তিন সদস্য খুন হওয়ার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয়দের মাঝে।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রুবেল কৃষি কাজ করতেন। উপজেলার বলতলা ছয়ঘর গ্রামে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে ডেকে এনে রুবেলকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। এতে রুবেলের মৃত্যু হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ রক্তাক্ত লাশ উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি। তবে কী কারণে এ হত্যা তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, গত সাত বছর আগে আবদুল বারেক খান দুর্বৃত্তদের হাতে খুন হন। এর চার বছর পর তার ছেলে রুবেলের ভাই রাসেল খানও দুর্বৃত্তের হাতে খুন হন। রুবেল খুন হওয়ায় একই পরিবারের তিনজন খুন হলেন।