শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বুলেট, সম্পাদক সোহেল
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২১, ১২:৩৪:৫৩ | অনলাইন সংস্করণ
শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন সোহেল।
শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পযর্ন্ত প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদের বিপরীতে ১৭ জন ভোটার ভোট দেন।
নির্বাচনে সভাপতি পদে বিশ্বজ্যোতি চৌধুরী ১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল মাহমুদ পান ৫ ভোট।
এ ছাড়া সহসভাপতি পদে দীপংকর ভট্টাচার্য ও মো. কাউছার ইকবাল নির্বাচিত হন। বাকি ১২টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারণ সম্পাদক পদে ইমাম হোসেন সোহেল, যুগ্ম সম্পাদক পদে ইয়াসিন আরাফাত রবিন ও এমএ রকিব, কোষাধ্যক্ষ পদে সৈয়দ ছায়েদ আহমদ, দফতর সম্পাদক পদে এমএ মুসলিম চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মামুন আহমদ এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. আব্দুর রব, সরফরাজ আলী বাবুল, সনেট দেব চৌধুরী, সৈয়দ মোহাম্মদ আলী ও আবুল ফজল মোহাম্মদ আব্দুল হাই নির্বাচিত হন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার মো. সুয়েব হোসেন চৌধুরী। বেলা সাড়ে ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বুলেট, সম্পাদক সোহেল
শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন সোহেল।
শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পযর্ন্ত প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদের বিপরীতে ১৭ জন ভোটার ভোট দেন।
নির্বাচনে সভাপতি পদে বিশ্বজ্যোতি চৌধুরী ১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল মাহমুদ পান ৫ ভোট।
এ ছাড়া সহসভাপতি পদে দীপংকর ভট্টাচার্য ও মো. কাউছার ইকবাল নির্বাচিত হন। বাকি ১২টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারণ সম্পাদক পদে ইমাম হোসেন সোহেল, যুগ্ম সম্পাদক পদে ইয়াসিন আরাফাত রবিন ও এমএ রকিব, কোষাধ্যক্ষ পদে সৈয়দ ছায়েদ আহমদ, দফতর সম্পাদক পদে এমএ মুসলিম চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মামুন আহমদ এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. আব্দুর রব, সরফরাজ আলী বাবুল, সনেট দেব চৌধুরী, সৈয়দ মোহাম্মদ আলী ও আবুল ফজল মোহাম্মদ আব্দুল হাই নির্বাচিত হন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার মো. সুয়েব হোসেন চৌধুরী। বেলা সাড়ে ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।