উখিয়ায় কিশোরকে গলা কেটে হত্যা
কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ ফোরকান প্রকাশ কালু (১৪) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে উখিয়ার কোটবাজারের ডেকোরেশনের দোকান থেকে ওই কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কালু রত্নপালং নিয়নের তেলিপাড়া এলাকার বশির আহমেদের ছেলে। সে দীর্ঘদিন ধরে স্থানীয় শাহ আলমের ডেকোরেটরের দোকানে কাজ করে আসছে।
দোকান মালিক শাহ আলম বলেন, আয়াসকে আমি চিনি না। তাকে কালুই কাজ করার জন্য এনেছে। শনিবার রাত ১২টার দিকে তাদের দোকানে রেখে গেছি আমি। সকালে এসে কালুর মরদেহ দেখতে পাই। আয়াস এর পর থেকেই পলাতক।
নিহত কালুর বাবা বশির আহমেদ বলেন, কে বা কারা কেন আমার ছেলেকে হত্যা করেছে আমি এখনও জানি না। সকালে শুনতে পায় আমার ছেলে গলাকাটা অবস্থায় পড়ে আছে। এখন আমি ছেলে হত্যাকারীদের গ্রেফতার চাই।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ ছাড়া পুলিশের বিশেষ ইউনিট সিআইডির একটি দল ঘটনাস্থলের পথে রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উখিয়ায় কিশোরকে গলা কেটে হত্যা
কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ ফোরকান প্রকাশ কালু (১৪) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে উখিয়ার কোটবাজারের ডেকোরেশনের দোকান থেকে ওই কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কালু রত্নপালং নিয়নের তেলিপাড়া এলাকার বশির আহমেদের ছেলে। সে দীর্ঘদিন ধরে স্থানীয় শাহ আলমের ডেকোরেটরের দোকানে কাজ করে আসছে।
দোকান মালিক শাহ আলম বলেন, আয়াসকে আমি চিনি না। তাকে কালুই কাজ করার জন্য এনেছে। শনিবার রাত ১২টার দিকে তাদের দোকানে রেখে গেছি আমি। সকালে এসে কালুর মরদেহ দেখতে পাই। আয়াস এর পর থেকেই পলাতক।
নিহত কালুর বাবা বশির আহমেদ বলেন, কে বা কারা কেন আমার ছেলেকে হত্যা করেছে আমি এখনও জানি না। সকালে শুনতে পায় আমার ছেলে গলাকাটা অবস্থায় পড়ে আছে। এখন আমি ছেলে হত্যাকারীদের গ্রেফতার চাই।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ ছাড়া পুলিশের বিশেষ ইউনিট সিআইডির একটি দল ঘটনাস্থলের পথে রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।