নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ
নড়াইল প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ১৮:৪৮:৪০ | অনলাইন সংস্করণ
নড়াইলের আউড়িয়ায় স্ত্রী নার্গিস বেগমকে (৪০) হত্যার দায়ে স্বামী এনায়েত মোল্যাকে (৪৮) ফাঁসির রায় দিয়েছেন আদালত। নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মুন্সী মশিউর রহমান সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ রায় দেন।
রায়ে ফাঁসির আদেশ ছাড়াও এক লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। অত্র জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে এনায়েত। রায় ঘোষণার সময় এনায়েত আদালতে উপস্থিত ছিল।
মামলার সূত্র থেকে জানা যায়, এনায়েত মোল্যা সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীসহ শ্বশুরবাড়িতে থাকত। স্বামী এনায়েত যৌতুকের দাবিতে স্ত্রী নারগিসকে প্রায়ই মারধর করত। এরই জের ধরে ২০১৮ সালের ২২ নভেম্বর ভোরে শ্বশুরবাড়িতে স্ত্রীকে মারধর করে হত্যার পর গলায় শাড়ি পেঁচিয়ে আমগাছে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের বোন পারভীন খাতুন বাদী হয়ে এনায়েত মোল্যার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। সোমবার সকাল ১০টার দিকে নিহত নার্গিস হত্যা মামলার আসামি এনায়েত মোল্যাকে নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিউর রহমান ফাঁসির আদেশ দিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ
নড়াইলের আউড়িয়ায় স্ত্রী নার্গিস বেগমকে (৪০) হত্যার দায়ে স্বামী এনায়েত মোল্যাকে (৪৮) ফাঁসির রায় দিয়েছেন আদালত। নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মুন্সী মশিউর রহমান সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ রায় দেন।
রায়ে ফাঁসির আদেশ ছাড়াও এক লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। অত্র জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে এনায়েত। রায় ঘোষণার সময় এনায়েত আদালতে উপস্থিত ছিল।
মামলার সূত্র থেকে জানা যায়, এনায়েত মোল্যা সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীসহ শ্বশুরবাড়িতে থাকত। স্বামী এনায়েত যৌতুকের দাবিতে স্ত্রী নারগিসকে প্রায়ই মারধর করত। এরই জের ধরে ২০১৮ সালের ২২ নভেম্বর ভোরে শ্বশুরবাড়িতে স্ত্রীকে মারধর করে হত্যার পর গলায় শাড়ি পেঁচিয়ে আমগাছে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের বোন পারভীন খাতুন বাদী হয়ে এনায়েত মোল্যার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। সোমবার সকাল ১০টার দিকে নিহত নার্গিস হত্যা মামলার আসামি এনায়েত মোল্যাকে নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিউর রহমান ফাঁসির আদেশ দিয়েছেন।