পত্নীতলায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ
মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ২১:২২:১১ | অনলাইন সংস্করণ
নওগাঁর পত্নীতলায় সোমবার সকালে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এতিম শিশুসহ ১০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় কতিপয় সমাজসেবী ব্যক্তি ও সংগঠনের সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সকাল ১০টায় উপজেলার নজিপুর ইউনিয়নের রঘুনাথপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।
নজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যক্তিত্ব কহর আলী মণ্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কর্মসূচির সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন, মাদ্রাসা পরিলাচনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষক হাফেজ নয়ন হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার পত্নীতলা উপজেলা প্রতিনিধি আবু সাঈদ প্রমুখ।
এতিম শিশুরা নতুন কম্বল হাতে পেয়ে উল্লাসে ফেটে পড়ে। এ সময় আমন্ত্রিত অতিথিরা যুগান্তর স্বজন সমাবেশের এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ বিষয়ে পত্নীতলা উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা আবু সাঈদ বলেন, ২০১৯ সালে পত্নীতলায় স্বজন সমাবেশের কমিটি গঠনের পর থেকেই সদস্যদের আন্তরিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোপূর্বে স্বজন সমাবেশের উদ্যোগে উৎসবকালীন খাবার বিতরণ, করোনা ভাইরাসের কারণে আয় হারানো মানুষের মধ্যে খাবার বিতরণ ও শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর মেসার্স হায়দার এন্টারপ্রাইজ, স্পার্ক পাওয়ার লিমিটেডের আর্থিক সহায়তায় চলতি বছর এতিম শিশু, পথ শিশু, প্রবীণ, প্রতিবন্ধী, অসহায় নারী ও পত্রিকার হকারদের মাঝে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে উপজেলায় যুগান্তর স্বজন সমাবেশের সুনাম বৃদ্ধি পেয়েছে। এ ধরনের মানবিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পত্নীতলায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ
নওগাঁর পত্নীতলায় সোমবার সকালে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এতিম শিশুসহ ১০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় কতিপয় সমাজসেবী ব্যক্তি ও সংগঠনের সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সকাল ১০টায় উপজেলার নজিপুর ইউনিয়নের রঘুনাথপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।
নজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যক্তিত্ব কহর আলী মণ্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কর্মসূচির সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন, মাদ্রাসা পরিলাচনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষক হাফেজ নয়ন হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার পত্নীতলা উপজেলা প্রতিনিধি আবু সাঈদ প্রমুখ।
এতিম শিশুরা নতুন কম্বল হাতে পেয়ে উল্লাসে ফেটে পড়ে। এ সময় আমন্ত্রিত অতিথিরা যুগান্তর স্বজন সমাবেশের এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ বিষয়ে পত্নীতলা উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা আবু সাঈদ বলেন, ২০১৯ সালে পত্নীতলায় স্বজন সমাবেশের কমিটি গঠনের পর থেকেই সদস্যদের আন্তরিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোপূর্বে স্বজন সমাবেশের উদ্যোগে উৎসবকালীন খাবার বিতরণ, করোনা ভাইরাসের কারণে আয় হারানো মানুষের মধ্যে খাবার বিতরণ ও শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর মেসার্স হায়দার এন্টারপ্রাইজ, স্পার্ক পাওয়ার লিমিটেডের আর্থিক সহায়তায় চলতি বছর এতিম শিশু, পথ শিশু, প্রবীণ, প্রতিবন্ধী, অসহায় নারী ও পত্রিকার হকারদের মাঝে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে উপজেলায় যুগান্তর স্বজন সমাবেশের সুনাম বৃদ্ধি পেয়েছে। এ ধরনের মানবিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।