রেল কলোনির মাটি খুঁড়তেই মিলল বিপুল পরিমাণ বুলেট
ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ২১:৪০:১৭ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে পূর্ব কলোনিতে মাটি খুঁড়ে গাছের গুঁড়ি কাটার সময় বিপুল পরিমাণ বুলেট পাওয়া গেছে। উদ্ধার হওয়া বুলেটের পরিমাণ প্রায় ৫ কেজি।
সোমবার দুপুরে স্থানীয় দুই যুবক মো. জুয়েল মিয়া ও রফিক মিয়া লাকড়ির জন্য গাছের গুঁড়ি কাটার সময় বুলেটগুলো দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আজম।
বুলেটগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে তার ধারণা। ওসির পরামর্শে বুলেটগুলো আখাউড়া থানায় জমা দেওয়া হয়েছে।
আখাউড়া পৌরশহরের রূপনগর এলাকার বাসিন্দা মো. জুয়েল মিয়া জানান, আখাউড়ায় রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। স্টেশনের আধুনিকায়ন ও ডাবল লাইন নির্মাণের জন্য সম্প্রতি পূর্ব কলোনিসহ রেলওয়ে এলাকার বেশ কিছু বাসা ভাঙ্গা হয়েছে এবং কিছু গাছও কাটা হয়। দুপুরে লাকড়ির জন্য গাছের গুঁড়ি কাটার সময় শক্ত একটি মাটির চাকা পান। পরে এগুলো তুলে এনে দেখেন হাজার হাজার বুলেট। বিষয়টি তখন পুলিশকে জানান।
স্থানীয় কলোনির বাসিন্দা রাকিব হাসান জানান, মনে হচ্ছে বুলেটগুলো মুক্তিযুদ্ধের সময়ে পাকবাহিনী ফেলে গেছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. সফিউল আজম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনী এ বুলেটগুলো ফেলে যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রেল কলোনির মাটি খুঁড়তেই মিলল বিপুল পরিমাণ বুলেট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে পূর্ব কলোনিতে মাটি খুঁড়ে গাছের গুঁড়ি কাটার সময় বিপুল পরিমাণ বুলেট পাওয়া গেছে। উদ্ধার হওয়া বুলেটের পরিমাণ প্রায় ৫ কেজি।
সোমবার দুপুরে স্থানীয় দুই যুবক মো. জুয়েল মিয়া ও রফিক মিয়া লাকড়ির জন্য গাছের গুঁড়ি কাটার সময় বুলেটগুলো দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আজম।
বুলেটগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে তার ধারণা। ওসির পরামর্শে বুলেটগুলো আখাউড়া থানায় জমা দেওয়া হয়েছে।
আখাউড়া পৌরশহরের রূপনগর এলাকার বাসিন্দা মো. জুয়েল মিয়া জানান, আখাউড়ায় রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। স্টেশনের আধুনিকায়ন ও ডাবল লাইন নির্মাণের জন্য সম্প্রতি পূর্ব কলোনিসহ রেলওয়ে এলাকার বেশ কিছু বাসা ভাঙ্গা হয়েছে এবং কিছু গাছও কাটা হয়। দুপুরে লাকড়ির জন্য গাছের গুঁড়ি কাটার সময় শক্ত একটি মাটির চাকা পান। পরে এগুলো তুলে এনে দেখেন হাজার হাজার বুলেট। বিষয়টি তখন পুলিশকে জানান।
স্থানীয় কলোনির বাসিন্দা রাকিব হাসান জানান, মনে হচ্ছে বুলেটগুলো মুক্তিযুদ্ধের সময়ে পাকবাহিনী ফেলে গেছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. সফিউল আজম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনী এ বুলেটগুলো ফেলে যায়।