কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ১১:৪৪:১১ | অনলাইন সংস্করণ
কক্সবাজারের উখিয়া উপজেলায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জাফর আহমেদ (৩২) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনির আহমদ (৩০)।
বালুখালীর শাহপরীরদ্বীপ হাইওয়ের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মারুফ রহমান যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে টেকনাফমুখী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এতে আরও দুই যাত্রী আহত হন।
তাদের গুরুতর অবস্থায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
কক্সবাজারের উখিয়া উপজেলায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জাফর আহমেদ (৩২) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনির আহমদ (৩০)।
বালুখালীর শাহপরীরদ্বীপ হাইওয়ের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মারুফ রহমান যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে টেকনাফমুখী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এতে আরও দুই যাত্রী আহত হন।
তাদের গুরুতর অবস্থায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।