ওবায়দুল কাদেরের ভাই থাকলেও নির্বাচনে নেই মির্জা ফখরুলের ভাই
ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ২০:০৮:৩৪ | অনলাইন সংস্করণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভায় মেয়র প্রার্থী হয়েছেন আবদুল কাদের মির্জা। তবে এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই মির্জা ফয়সল আমিন প্রথমবারের মতো ঠাকুরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৬ সালে মেয়র নির্বাচিত হন।
আসন্ন ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মির্জা ফয়সল আমীন সরে দাঁড়িয়েছেন। এ বিষয়ে তিনি বলেছেন, মেয়র হিসেবে সফলতার পরিচয় দিতে তিনি ব্যর্থ হয়েছেন। তবে তার বাবা প্রয়াত মন্ত্রী মির্জা রুহুল আমীন চোখা মিয়া ও তার ভাই ফখরুল ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফল হয়েছিলেন।
এদিকে নোয়াখালীর বসুরহাট (কোম্পানীগঞ্জ) পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি বসুরহাট পৌরসভার তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান ও মেয়র। আসন্ন বসুরহাট পৌরসভা নির্বাচনেও মেয়র পদে অধিষ্ঠিত থেকে তিনি পুনরায় দলীয় মনোনয়নে চতুর্থবারের মতো মেয়র পদে প্রার্থী।
কাদের মির্জা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেই বেশ আলোচিত হয়েছেন। তিনি দলীয় এমপি ও নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় দেশে, এমনকি বিদেশেও আলোচিত সমালোচিত। তার বক্তব্য বিভিন্ন মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওবায়দুল কাদেরের ভাই থাকলেও নির্বাচনে নেই মির্জা ফখরুলের ভাই
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভায় মেয়র প্রার্থী হয়েছেন আবদুল কাদের মির্জা। তবে এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই মির্জা ফয়সল আমিন প্রথমবারের মতো ঠাকুরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৬ সালে মেয়র নির্বাচিত হন।
আসন্ন ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মির্জা ফয়সল আমীন সরে দাঁড়িয়েছেন। এ বিষয়ে তিনি বলেছেন, মেয়র হিসেবে সফলতার পরিচয় দিতে তিনি ব্যর্থ হয়েছেন। তবে তার বাবা প্রয়াত মন্ত্রী মির্জা রুহুল আমীন চোখা মিয়া ও তার ভাই ফখরুল ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফল হয়েছিলেন।
এদিকে নোয়াখালীর বসুরহাট (কোম্পানীগঞ্জ) পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি বসুরহাট পৌরসভার তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান ও মেয়র। আসন্ন বসুরহাট পৌরসভা নির্বাচনেও মেয়র পদে অধিষ্ঠিত থেকে তিনি পুনরায় দলীয় মনোনয়নে চতুর্থবারের মতো মেয়র পদে প্রার্থী।
কাদের মির্জা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেই বেশ আলোচিত হয়েছেন। তিনি দলীয় এমপি ও নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় দেশে, এমনকি বিদেশেও আলোচিত সমালোচিত। তার বক্তব্য বিভিন্ন মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।