মাশরাফির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুলতান একাদশ
নড়াইল প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ২১:৫২:২৩ | অনলাইন সংস্করণ
মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেটার মাশরাফি মুর্তজা আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বীরশেষ্ঠ নূর মোহাম্মদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুলতান একাদশ।
মঙ্গলবার ফাইনাল শেষে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। চ্যাম্পিয়ন দলকে তিন লাখ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে দুই লাখ টাকা ও ট্রফি দেওয়া হয়।
টুর্নামেন্টে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একাদশ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ, চিত্রশিল্পী এসএম সুলতান একাদশ, চারণ কবি বিজয় সরকার একাদশ এবং জারি শিল্পী মোসলেম উদ্দিন একাদশ অংশগ্রহণ করে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত এমপি মাশরাফি মুর্তজা, বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাশরাফির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুলতান একাদশ
মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেটার মাশরাফি মুর্তজা আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বীরশেষ্ঠ নূর মোহাম্মদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুলতান একাদশ।
মঙ্গলবার ফাইনাল শেষে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। চ্যাম্পিয়ন দলকে তিন লাখ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে দুই লাখ টাকা ও ট্রফি দেওয়া হয়।
টুর্নামেন্টে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একাদশ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ, চিত্রশিল্পী এসএম সুলতান একাদশ, চারণ কবি বিজয় সরকার একাদশ এবং জারি শিল্পী মোসলেম উদ্দিন একাদশ অংশগ্রহণ করে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত এমপি মাশরাফি মুর্তজা, বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।