সেই যুবককে ক্ষমা করে দিলেন চরমোনাই পীর
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ২২:৫৬:৫৩ | অনলাইন সংস্করণ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক চরমোনাই পীর ওই মানসিক ভারসাম্যহীন যুবককে ক্ষমা করে দেন।
সোমবার রাত ৮দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাহফিল চলাকালে এ ঘটনা ঘটে। উপজেলার রংঙ্গশ্রী ইউনিয়ন মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত সোমবার বাদমাগরিবের মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বক্তব্য চলাকালে উপজেলার কাঠালিয়া গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মেহেদী হাসান মাহফিলের মঞ্চে উঠে তার সঙ্গে অসৌজন্যমূলক আচারণ করেন। তবে পরিবার মেহেদী হাসানকে মানসিক ভারসাম্যহীন বলে দাবী করছেন।
এ বিষয় উপজেলা মুজাহিদ কমিটির সাংগঠনিক সম্পাদক এইচএম কাওসার আহম্মেদ জানান, চরমোনাই পীর সাহেব হুজুরের মাহফিল চলাকালে মো. খলিলুর রহমানের ছেলে মেহেদী হাসান মাহফিলের মঞ্চে উঠে তার সঙ্গে বেয়াদবি করেন।
উপজেলা মুজাহিদ কমিটির সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান জানান, ভারসাম্যহীন একটি যুবক চরমোনাই পীর সাহেব হুজুরের সঙ্গে অসৌজন্যমূলক আচারণ করে তবে হুজুর ওকে মাফ করে দিয়েছেন এবং সবাইকে মাফ করে দিতে বলেন।
মেহেদী হাসানের বাবা মো. খলিলুর রহমান বলেন, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন ও হুজুরের সঙ্গে খারাপ আচারণ করার পর পরই তাকে নিয়ে হুজুরের কাছে মাফ চাওয়াই। হুজুর ওকে মাফ করে দিয়েছেন। আল্লাহ যাতে ওকে ভালো করে দেন সেজন্য দোয়া করেন।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, মাহফিলের জন্য আমাদের কাছ থেকে কোনো প্রকার অনুমতি নেয়নি। মাহফিলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটছে তবে ওই ছেলে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সেই যুবককে ক্ষমা করে দিলেন চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক চরমোনাই পীর ওই মানসিক ভারসাম্যহীন যুবককে ক্ষমা করে দেন।
সোমবার রাত ৮দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাহফিল চলাকালে এ ঘটনা ঘটে। উপজেলার রংঙ্গশ্রী ইউনিয়ন মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত সোমবার বাদমাগরিবের মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বক্তব্য চলাকালে উপজেলার কাঠালিয়া গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মেহেদী হাসান মাহফিলের মঞ্চে উঠে তার সঙ্গে অসৌজন্যমূলক আচারণ করেন। তবে পরিবার মেহেদী হাসানকে মানসিক ভারসাম্যহীন বলে দাবী করছেন।
এ বিষয় উপজেলা মুজাহিদ কমিটির সাংগঠনিক সম্পাদক এইচএম কাওসার আহম্মেদ জানান, চরমোনাই পীর সাহেব হুজুরের মাহফিল চলাকালে মো. খলিলুর রহমানের ছেলে মেহেদী হাসান মাহফিলের মঞ্চে উঠে তার সঙ্গে বেয়াদবি করেন।
উপজেলা মুজাহিদ কমিটির সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান জানান, ভারসাম্যহীন একটি যুবক চরমোনাই পীর সাহেব হুজুরের সঙ্গে অসৌজন্যমূলক আচারণ করে তবে হুজুর ওকে মাফ করে দিয়েছেন এবং সবাইকে মাফ করে দিতে বলেন।
মেহেদী হাসানের বাবা মো. খলিলুর রহমান বলেন, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন ও হুজুরের সঙ্গে খারাপ আচারণ করার পর পরই তাকে নিয়ে হুজুরের কাছে মাফ চাওয়াই। হুজুর ওকে মাফ করে দিয়েছেন। আল্লাহ যাতে ওকে ভালো করে দেন সেজন্য দোয়া করেন।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, মাহফিলের জন্য আমাদের কাছ থেকে কোনো প্রকার অনুমতি নেয়নি। মাহফিলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটছে তবে ওই ছেলে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।