আ'লীগ নেত্রীর ভ্যানিটি ব্যাগে মিলল ১৩০ পিস ইয়াবা
উখিয়া প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ১৮:৪৭:৫০ | অনলাইন সংস্করণ
কক্সবাজারে খুরশিদা করিম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেত্রী ও সাবেক ইউপি সদস্যের ভ্যানিটি ব্যাগে মিলল ১৩০ পিস ইয়াবা।
বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল যৌথ চেকপোস্টে যাত্রীবাহী সিএনজি তল্লাশি চালিয়ে তাকে আটক করেন বিজিবি সদস্যরা।
আটক খুরশিদা আলম উখিয়া উপজেলার রুমখাঁ মনির মার্কেট এলাকার ফজল করিমের স্ত্রী। তিনি উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক নেত্রী এবং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
রেজুখাল যৌথ চেকপোস্টের নায়েক সাইফুল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি তল্লাশি চালালে ওই নারীর ভ্যানিটি ব্যাগে ১৩০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ সময় তার ব্যবহৃত দুটি মোবাইল সেট ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত নারীকে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আ'লীগ নেত্রীর ভ্যানিটি ব্যাগে মিলল ১৩০ পিস ইয়াবা
কক্সবাজারে খুরশিদা করিম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেত্রী ও সাবেক ইউপি সদস্যের ভ্যানিটি ব্যাগে মিলল ১৩০ পিস ইয়াবা।
বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল যৌথ চেকপোস্টে যাত্রীবাহী সিএনজি তল্লাশি চালিয়ে তাকে আটক করেন বিজিবি সদস্যরা।
আটক খুরশিদা আলম উখিয়া উপজেলার রুমখাঁ মনির মার্কেট এলাকার ফজল করিমের স্ত্রী। তিনি উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক নেত্রী এবং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
রেজুখাল যৌথ চেকপোস্টের নায়েক সাইফুল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি তল্লাশি চালালে ওই নারীর ভ্যানিটি ব্যাগে ১৩০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ সময় তার ব্যবহৃত দুটি মোবাইল সেট ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত নারীকে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।