নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধীর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ২১:২৬:১৯ | অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধী ওমর ফারুকের বসতবাড়ি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন জাতীয় বধির সংঘ জেলা শাখার সদস্যরা। বুধবার শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে জেলা বধির সংস্থার সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, বধির সংস্থার সদস্য ওমর ফারুকের পৈতৃক বাড়ি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে ভাংচুর, লুটপাট ও হামলা করেছে আল-জয়নাল। এই অসহায় প্রতিবন্ধীর বাড়ির ওপর তার কুদৃষ্টি পড়েছে। সংসদ সদস্য ও মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বধিরদের ভোটে আপনি আজ জনপ্রতিনিধি হয়েছেন। কিন্তু আপনাদের চোখের সামনে ভূমি সন্ত্রাসী আল-জয়নাল একজন নিরীহ বাকপ্রতিবন্ধীর বাড়ি কীভাবে দখল করে। এর বিচার নারায়ণগঞ্জের সবার রেখে গেলাম। তিনি আরও বলেন, আল-জয়নালের সন্ত্রাসী বাহিনী দু্ই দিন পরপর ওমর ফারুকের স্ত্রী ও মা-বোনদের ওপর হামলা করে।
মানববন্ধনে ভুক্তভোগীর স্ত্রী বলেন, পুলিশ সুপারের হস্তক্ষেপে আমরা সন্তুষ্ট নই। আমরা চাই আমাদের সম্পত্তি ফিরিয়ে দিক। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের কাছে গিয়েও আমাদের সমস্যার সমাধান পাইনি। দুই দিন পরপর ওই সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে। মানববন্ধনে বধির সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধীর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধী ওমর ফারুকের বসতবাড়ি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন জাতীয় বধির সংঘ জেলা শাখার সদস্যরা। বুধবার শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে জেলা বধির সংস্থার সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, বধির সংস্থার সদস্য ওমর ফারুকের পৈতৃক বাড়ি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে ভাংচুর, লুটপাট ও হামলা করেছে আল-জয়নাল। এই অসহায় প্রতিবন্ধীর বাড়ির ওপর তার কুদৃষ্টি পড়েছে। সংসদ সদস্য ও মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বধিরদের ভোটে আপনি আজ জনপ্রতিনিধি হয়েছেন। কিন্তু আপনাদের চোখের সামনে ভূমি সন্ত্রাসী আল-জয়নাল একজন নিরীহ বাকপ্রতিবন্ধীর বাড়ি কীভাবে দখল করে। এর বিচার নারায়ণগঞ্জের সবার রেখে গেলাম। তিনি আরও বলেন, আল-জয়নালের সন্ত্রাসী বাহিনী দু্ই দিন পরপর ওমর ফারুকের স্ত্রী ও মা-বোনদের ওপর হামলা করে।
মানববন্ধনে ভুক্তভোগীর স্ত্রী বলেন, পুলিশ সুপারের হস্তক্ষেপে আমরা সন্তুষ্ট নই। আমরা চাই আমাদের সম্পত্তি ফিরিয়ে দিক। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের কাছে গিয়েও আমাদের সমস্যার সমাধান পাইনি। দুই দিন পরপর ওই সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে। মানববন্ধনে বধির সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।