ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ২৩:০৫:০২ | অনলাইন সংস্করণ
শ্রীনগরে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ডালিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের উপজেলার নন্দিপাড়ায় এ ঘটনা ঘটে। ডালিয়া বেগম উপজেলার সোন্ধারদিয়া গ্রামের জামাল খানের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে ডালিয়া বেগম তার বাবার বাড়ি পাটাভোগ থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে সোন্ধারদিয়ায় তার স্বামীর বাড়িতে যাচ্ছিলেন। পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, ময়নাতদন্তের জন্য রাজি না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহবধূর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
শ্রীনগরে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ডালিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের উপজেলার নন্দিপাড়ায় এ ঘটনা ঘটে। ডালিয়া বেগম উপজেলার সোন্ধারদিয়া গ্রামের জামাল খানের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে ডালিয়া বেগম তার বাবার বাড়ি পাটাভোগ থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে সোন্ধারদিয়ায় তার স্বামীর বাড়িতে যাচ্ছিলেন। পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, ময়নাতদন্তের জন্য রাজি না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহবধূর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।