রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতির ওপর হামলা, আটক ১
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১৫:০৫:৪৯ | অনলাইন সংস্করণ
রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের ওপর গভীর রাতে নিজ শয়নকক্ষে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাসেল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার রাত আড়াইটার দিকে পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আটক রাসেল মিয়া উপজেলার পালোপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, দলীয় কার্যক্রম শেষে গতকাল রাত ২টার দিকে বাড়ি আসি। সেই সময় তালা খুলে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পেছন থেকে রাসেল নামে এক যুবক আমাকে জাপটে ধরে।
আমি চিৎকার দিলে সে আমাকে শ্বাসরোধ করার চেষ্টা করে। সে সময় আমার বাড়ির লোকজন চিৎকার শুনে আমাকে উদ্ধার করেন এবং ওই যুবককে আটক করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
এ বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করতে থানায় একটি অভিযোগ দেওয়া হবে।
এ ব্যাপারে থানার ওসি রেজাউল ইসলাম বলেন, রাত ২টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবের বাড়ির লোকজন এক যুবককে আটক করেছেন। পরে তারা ওই যুবককে থানা পুলিশের হেফাজতে দিয়েছেন।
তবে এ বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতির ওপর হামলা, আটক ১
রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের ওপর গভীর রাতে নিজ শয়নকক্ষে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাসেল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার রাত আড়াইটার দিকে পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আটক রাসেল মিয়া উপজেলার পালোপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, দলীয় কার্যক্রম শেষে গতকাল রাত ২টার দিকে বাড়ি আসি। সেই সময় তালা খুলে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পেছন থেকে রাসেল নামে এক যুবক আমাকে জাপটে ধরে।
আমি চিৎকার দিলে সে আমাকে শ্বাসরোধ করার চেষ্টা করে। সে সময় আমার বাড়ির লোকজন চিৎকার শুনে আমাকে উদ্ধার করেন এবং ওই যুবককে আটক করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
এ বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করতে থানায় একটি অভিযোগ দেওয়া হবে।
এ ব্যাপারে থানার ওসি রেজাউল ইসলাম বলেন, রাত ২টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবের বাড়ির লোকজন এক যুবককে আটক করেছেন। পরে তারা ওই যুবককে থানা পুলিশের হেফাজতে দিয়েছেন।
তবে এ বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।