গাজীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
১৪ জানুয়ারি ২০২১, ২০:১৫:৪৯ | অনলাইন সংস্করণ
গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ গাজীপুর সদর উপজেলার অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করেছেন। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলার পিরুজালী ও ভাওয়ালগড় ইউনিয়ন এলাকার অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য সবুজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তায় এসব কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অসহায় ও শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে এসব কম্বল বিতরণ করা হবে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, ভাওয়ালগড়ের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, রিয়াজ উদ্দিন রিয়াজ, অ্যাডভোকেট বাবুল হোসেন খান, লিটন মিয়া, সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাজীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ গাজীপুর সদর উপজেলার অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করেছেন। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলার পিরুজালী ও ভাওয়ালগড় ইউনিয়ন এলাকার অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য সবুজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তায় এসব কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অসহায় ও শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে এসব কম্বল বিতরণ করা হবে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, ভাওয়ালগড়ের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, রিয়াজ উদ্দিন রিয়াজ, অ্যাডভোকেট বাবুল হোসেন খান, লিটন মিয়া, সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন প্রমুখ।