হাতুড়িপেটায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু
যশোর ব্যুরো ও নড়াইল প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ২০:৩০:৪০ | অনলাইন সংস্করণ
নড়াইলে পূর্ববিরোধের জের ধরে হামলায় গুরুতর আহত সাবেক ইউপি সদস্য ছানোয়ার হোসেন মোল্যা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ছানোয়ার হোসেন সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের (ভুমুরদিয়া গ্রাম) সাবেক সদস্য ছিলেন।
চার দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে তিনি যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহতের স্বজনরা জানান, গত ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ছানোয়ার হোসেন মোল্যা বাড়ি থেকে চালিতাতলা হয়ে নড়াইল শহরে যাচ্ছিলেন। নড়াইল শহর সংলগ্ন আউড়িয়া ইউনিয়নের বোড়াবাদুরিয়া এলাকায় পৌঁছালে দত্তপাড়া গ্রামের বেশ কয়েকজন সন্ত্রাসী গতিরোধ করে লাঠিসোটাসহ ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে।
মুমূর্ষু অবস্থায় প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আরও অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সকাল ৭টা ৫০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে বর্তমান ইউপি সদস্য মো. মাহাবুর রহমান দাবি করেন, পূর্বের একটি বিরোধকে কেন্দ্র করে আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের সন্ত্রাসী ফারুক, ওহিদ, আজিজুর, নাজমুল, ওহেদ, এনামুল, ইমরুলসহ বেশ কয়েকজন হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, নিহতের ময়নাতদন্ত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। ছানোয়ার মোল্যার ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। পূর্বে দায়েরকৃত মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হাতুড়িপেটায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু
নড়াইলে পূর্ববিরোধের জের ধরে হামলায় গুরুতর আহত সাবেক ইউপি সদস্য ছানোয়ার হোসেন মোল্যা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ছানোয়ার হোসেন সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের (ভুমুরদিয়া গ্রাম) সাবেক সদস্য ছিলেন।
চার দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে তিনি যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহতের স্বজনরা জানান, গত ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ছানোয়ার হোসেন মোল্যা বাড়ি থেকে চালিতাতলা হয়ে নড়াইল শহরে যাচ্ছিলেন। নড়াইল শহর সংলগ্ন আউড়িয়া ইউনিয়নের বোড়াবাদুরিয়া এলাকায় পৌঁছালে দত্তপাড়া গ্রামের বেশ কয়েকজন সন্ত্রাসী গতিরোধ করে লাঠিসোটাসহ ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে।
মুমূর্ষু অবস্থায় প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আরও অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সকাল ৭টা ৫০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে বর্তমান ইউপি সদস্য মো. মাহাবুর রহমান দাবি করেন, পূর্বের একটি বিরোধকে কেন্দ্র করে আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের সন্ত্রাসী ফারুক, ওহিদ, আজিজুর, নাজমুল, ওহেদ, এনামুল, ইমরুলসহ বেশ কয়েকজন হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, নিহতের ময়নাতদন্ত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। ছানোয়ার মোল্যার ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। পূর্বে দায়েরকৃত মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।