শেষ দিনে ওবায়দুল কাদেরের ভাইয়ের ব্যতিক্রমী প্রচারণা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ২১:১০:৪৭ | অনলাইন সংস্করণ
নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী শোডাউন করেছে ২০টি অ্যাম্বুলেন্স।
বৃহস্পতিবার বিকালে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের ২০টি অ্যাম্বুলেন্স এ নির্বাচনী শোডাউন করে।
আগামী শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিসহ তিনজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রচার-প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার বিকালে উপজেলা হাসপাতাল রোড থেকে বিশটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে নৌকা মার্কার পক্ষে প্রতীক, ব্যানার, পোস্টার সাঁটিয়ে প্রচারণা করে।
অ্যাম্বুলেন্সগুলো পৌর এলাকার বসুরহাট বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দু’পাশে সব যানবাহনের গতি স্থবির হয়ে যায়। শত শত মানুষ রাস্তার দু’ধারে দাঁড়িয়ে ব্যতিক্রমধর্মী অ্যাম্বুলেন্সের শোডাউন উপভোগ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শেষ দিনে ওবায়দুল কাদেরের ভাইয়ের ব্যতিক্রমী প্রচারণা
নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী শোডাউন করেছে ২০টি অ্যাম্বুলেন্স।
বৃহস্পতিবার বিকালে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের ২০টি অ্যাম্বুলেন্স এ নির্বাচনী শোডাউন করে।
আগামী শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিসহ তিনজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রচার-প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার বিকালে উপজেলা হাসপাতাল রোড থেকে বিশটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে নৌকা মার্কার পক্ষে প্রতীক, ব্যানার, পোস্টার সাঁটিয়ে প্রচারণা করে।
অ্যাম্বুলেন্সগুলো পৌর এলাকার বসুরহাট বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দু’পাশে সব যানবাহনের গতি স্থবির হয়ে যায়। শত শত মানুষ রাস্তার দু’ধারে দাঁড়িয়ে ব্যতিক্রমধর্মী অ্যাম্বুলেন্সের শোডাউন উপভোগ করেন।