দেশের সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে: কেএম খালেদ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ২২:০৮:০৯ | অনলাইন সংস্করণ
দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নসহ সব সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালেদ।
বৃহস্পতিবার বিকালে নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির অবকাঠামো, আদিবাসী ঐতিহ্য রক্ষা বিষয়ক জাদুঘর, পাঠাগার ও নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পরে একাডেমি মিলনায়তনে সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমার সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক শরদিন্দু সরকার (স্বপন হাজং), উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নসহ সব সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সারা দেশে আরও ৭টি একাডেমি স্থাপন করা হয়েছে। ক্রমান্বয়ে এর সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আধুনিকায়নে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে; খুব দ্রুতই অত্র একাডেমিকে একটি আধুনিক একাডেমিতে রূপ দেয়া হবে। এছাড়াও সারা দেশে উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমিগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য আধুনিক ভবন বরাদ্দ দেয়াসহ সার্বিক উন্নয়ন করা হবে বলে জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দেশের সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে: কেএম খালেদ
দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নসহ সব সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালেদ।
বৃহস্পতিবার বিকালে নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির অবকাঠামো, আদিবাসী ঐতিহ্য রক্ষা বিষয়ক জাদুঘর, পাঠাগার ও নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পরে একাডেমি মিলনায়তনে সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমার সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক শরদিন্দু সরকার (স্বপন হাজং), উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নসহ সব সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সারা দেশে আরও ৭টি একাডেমি স্থাপন করা হয়েছে। ক্রমান্বয়ে এর সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আধুনিকায়নে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে; খুব দ্রুতই অত্র একাডেমিকে একটি আধুনিক একাডেমিতে রূপ দেয়া হবে। এছাড়াও সারা দেশে উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমিগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য আধুনিক ভবন বরাদ্দ দেয়াসহ সার্বিক উন্নয়ন করা হবে বলে জানান তিনি।