মুক্তিপণ দাবির পর বাড়ির পাশে জঙ্গলে মিলল শিশুর লাশ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ২০:২৮:৫২ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ৩ দিন পর শুক্রবার সকালে সানজিদা খাতুন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. শাহজাহান আকন্দের বাকপ্রতিবন্ধী মেয়ে সানজিদা বেগম গত মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন এলাকায় মাইকিংসহ অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাচ্ছিলেন না। একপর্যায়ে শিশুর পরিবারের কাছে মোবাইল ফোনে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ব্যাপারে শিশুর পিতা তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সকালে লোকজন বাড়ির পাশের জঙ্গলে শিশুর লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠিয়েছেন। সে কামারিয়া বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ময়মনসিংহ পুলিশ সুপার আহমারুজ্জামান ও ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধী গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মুক্তিপণ দাবির পর বাড়ির পাশে জঙ্গলে মিলল শিশুর লাশ
ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ৩ দিন পর শুক্রবার সকালে সানজিদা খাতুন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. শাহজাহান আকন্দের বাকপ্রতিবন্ধী মেয়ে সানজিদা বেগম গত মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন এলাকায় মাইকিংসহ অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাচ্ছিলেন না। একপর্যায়ে শিশুর পরিবারের কাছে মোবাইল ফোনে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ব্যাপারে শিশুর পিতা তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সকালে লোকজন বাড়ির পাশের জঙ্গলে শিশুর লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠিয়েছেন। সে কামারিয়া বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ময়মনসিংহ পুলিশ সুপার আহমারুজ্জামান ও ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধী গ্রেফতারের চেষ্টা চলছে।