কৃষিজমির মাটি বিক্রি, একজনের কারাদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ২০:৪০:১৮ | অনলাইন সংস্করণ
আড়াইহাজারে কৃষিজমি ও খালের মাটি কেটে বিক্রির অভিযোগে একজনের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন জানান, দীর্ঘ দিন ধরে ব্রাক্ষন্দী ইউনিয়নের প্রভাকরদী, ফাউসা, ছোট ফাউসা, মারুয়াদীসহ বিভিন্ন এলাকায় একটি মহল খালের খননকৃত মাটি ও কৃষকের ফসলি জমির মাটি জোরপূর্বক বিক্রি করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশের একটি টিমসহ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উত্তেজিত গ্রামবাসীর ভয়ে মাটিকাটার ভেকু ও ড্রামট্রাকের শ্রমিকরা পালিয়ে যায়। পরে গ্রামবাসী মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও কয়েকটি ট্রাক ভাংচুর করে। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় উত্তেজিত জনতাকে শান্ত করা হয়।
এ সময় রাজিব ভুইয়া (১৯) নামের একজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আরজান মিয়ার ছেলে।
স্থানীয় গ্রামবাসী জানান, সরকারদলীয় নেত্রী ঝরনা বেগম, সাইফুল ও রবিনের নেতৃত্বে কিছুদিন ধরেই আমাদের কৃষিজমি ও খাল কেটে মাটি নিয়ে যাচ্ছিল। অভিযান কয়েক দিন অব্যাহত রাখলে আমাদের কৃষিজমি রক্ষা পাবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কৃষিজমির মাটি বিক্রি, একজনের কারাদণ্ড
আড়াইহাজারে কৃষিজমি ও খালের মাটি কেটে বিক্রির অভিযোগে একজনের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন জানান, দীর্ঘ দিন ধরে ব্রাক্ষন্দী ইউনিয়নের প্রভাকরদী, ফাউসা, ছোট ফাউসা, মারুয়াদীসহ বিভিন্ন এলাকায় একটি মহল খালের খননকৃত মাটি ও কৃষকের ফসলি জমির মাটি জোরপূর্বক বিক্রি করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশের একটি টিমসহ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উত্তেজিত গ্রামবাসীর ভয়ে মাটিকাটার ভেকু ও ড্রামট্রাকের শ্রমিকরা পালিয়ে যায়। পরে গ্রামবাসী মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও কয়েকটি ট্রাক ভাংচুর করে। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় উত্তেজিত জনতাকে শান্ত করা হয়।
এ সময় রাজিব ভুইয়া (১৯) নামের একজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আরজান মিয়ার ছেলে।
স্থানীয় গ্রামবাসী জানান, সরকারদলীয় নেত্রী ঝরনা বেগম, সাইফুল ও রবিনের নেতৃত্বে কিছুদিন ধরেই আমাদের কৃষিজমি ও খাল কেটে মাটি নিয়ে যাচ্ছিল। অভিযান কয়েক দিন অব্যাহত রাখলে আমাদের কৃষিজমি রক্ষা পাবে।