নারায়ণগঞ্জে এসএসসি ২০০৬ ব্যাচের তৃতীয় পুনর্মিলনী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ২০:৫৭:২৮ | অনলাইন সংস্করণ
“বন্ধু কি খবর বল, কতদিন দেখা হয়নি”- এ যেন ছিল হাজারও বন্ধুর এক মহামিলন মেলা, ছিল হাজারও প্রাণের উচ্ছ্বাস। কেউ স্কুলজীবনের বাল্যবন্ধুদের পেয়ে হারিয়ে গিয়েছিলেন স্মৃতি রোমন্থনে, আবার কেউ যৌবনে সেই কলেজ জীবনের দিনগুলিতে। কেউ কেউ নিয়ে এসেছিলেন জীবনসঙ্গী আর সন্তানদেরও। দিনজুড়েই ছিল শৈশব, কৈশোর আর যৌবনের শত শত গল্প। শুক্রবার নারায়ণগঞ্জের বন্দরে মদনপুরের সায়রা গার্ডেন রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ সালের শিক্ষার্থীদের তৃতীয় পুনর্মিলনী।
সারা দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল এ পুনর্মিলনী অনুষ্ঠান। সারা দেশ থেকে দুই হাজারের বেশি সাবেক শিক্ষার্থী অংশ নেন তৃতীয়বারের মতো এ আয়োজনে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে ছিল র্যাফেল ড্র।
আয়োজকরা জানান, শুধু আনন্দ-উল্লাসে সীমাবদ্ধ থাকে না ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। দুস্থ মানুষের সহায়তায় ছুটে যায় দেশের বিভিন্ন প্রান্তে। করোনাকালীন দেশের প্রায় ৩৬টি জেলায় এবং ২৪ জন বন্ধুকে সহায়তা করেছে। পাশাপাশি গত এক বছরে ব্লাডলিঙ্ক ০৬০৮ এর মাধ্যমে প্লাজমা ও রক্ত দান করেছেন। বন্যাদুর্গত এলাকায় খাদ্য সহায়তা দিয়েছেন। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন এ ব্যাচের শিক্ষার্থীরা। ভবিষ্যতেও মানবিক সব কর্মকাণ্ডে ২০০৬-২০০৮ সালের শিক্ষার্থীরা মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নারায়ণগঞ্জে এসএসসি ২০০৬ ব্যাচের তৃতীয় পুনর্মিলনী
“বন্ধু কি খবর বল, কতদিন দেখা হয়নি”- এ যেন ছিল হাজারও বন্ধুর এক মহামিলন মেলা, ছিল হাজারও প্রাণের উচ্ছ্বাস। কেউ স্কুলজীবনের বাল্যবন্ধুদের পেয়ে হারিয়ে গিয়েছিলেন স্মৃতি রোমন্থনে, আবার কেউ যৌবনে সেই কলেজ জীবনের দিনগুলিতে। কেউ কেউ নিয়ে এসেছিলেন জীবনসঙ্গী আর সন্তানদেরও। দিনজুড়েই ছিল শৈশব, কৈশোর আর যৌবনের শত শত গল্প। শুক্রবার নারায়ণগঞ্জের বন্দরে মদনপুরের সায়রা গার্ডেন রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ সালের শিক্ষার্থীদের তৃতীয় পুনর্মিলনী।
সারা দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল এ পুনর্মিলনী অনুষ্ঠান। সারা দেশ থেকে দুই হাজারের বেশি সাবেক শিক্ষার্থী অংশ নেন তৃতীয়বারের মতো এ আয়োজনে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে ছিল র্যাফেল ড্র।
আয়োজকরা জানান, শুধু আনন্দ-উল্লাসে সীমাবদ্ধ থাকে না ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। দুস্থ মানুষের সহায়তায় ছুটে যায় দেশের বিভিন্ন প্রান্তে। করোনাকালীন দেশের প্রায় ৩৬টি জেলায় এবং ২৪ জন বন্ধুকে সহায়তা করেছে। পাশাপাশি গত এক বছরে ব্লাডলিঙ্ক ০৬০৮ এর মাধ্যমে প্লাজমা ও রক্ত দান করেছেন। বন্যাদুর্গত এলাকায় খাদ্য সহায়তা দিয়েছেন। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন এ ব্যাচের শিক্ষার্থীরা। ভবিষ্যতেও মানবিক সব কর্মকাণ্ডে ২০০৬-২০০৮ সালের শিক্ষার্থীরা মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।