সীমান্তে চোরাকারবারিদের ফেলে যাওয়া ইলিশ এতিমখানায় বিতরণ
জয়পুরহাট ও পাঁচবিবি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ২২:১৪:৫২ | অনলাইন সংস্করণ
গোপনে ভারতে পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৭৫ কেজি ইলিশ মাছ আটকের পর স্থানীয় ৪টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেছে বিজিবি।
শুক্রবার ভোরে জয়পুরহাটের ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির অধীনে পাঁচবিবি উপজেলার কয়া বিওপি সংলগ্ন সীমান্ত এলাকা থেকে ইলিশ মাছগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে জয়পুরহাটের ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির অধীনে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির (বর্ডার আউটপোস্ট) টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ওই সীমান্তে আকস্মিক অভিযান চালানো হয়।
ওই সময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের দেখতে পেয়ে ধাওয়া করলে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫ কেজি ইলিশ মাছ ফেলে তারা অন্ধকারে পালিয়ে যায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় এক লাখ সাড়ে ১২ হাজার টাকা মূল্যের ৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করার পর স্থানীয় ৪টি মাদ্রাসা ও এতিমখানায় মাছগুলো বিতরণ করে বিজিবি।
কয়া ক্যাম্পের টহল দলের কমান্ডার সুবেদার আলমগীর হোসেন বলেন, একই সীমান্তে শুক্রবার সকালে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৪৪০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সীমান্তে চোরাকারবারিদের ফেলে যাওয়া ইলিশ এতিমখানায় বিতরণ
গোপনে ভারতে পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৭৫ কেজি ইলিশ মাছ আটকের পর স্থানীয় ৪টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেছে বিজিবি।
শুক্রবার ভোরে জয়পুরহাটের ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির অধীনে পাঁচবিবি উপজেলার কয়া বিওপি সংলগ্ন সীমান্ত এলাকা থেকে ইলিশ মাছগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে জয়পুরহাটের ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির অধীনে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির (বর্ডার আউটপোস্ট) টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ওই সীমান্তে আকস্মিক অভিযান চালানো হয়।
ওই সময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের দেখতে পেয়ে ধাওয়া করলে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫ কেজি ইলিশ মাছ ফেলে তারা অন্ধকারে পালিয়ে যায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় এক লাখ সাড়ে ১২ হাজার টাকা মূল্যের ৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করার পর স্থানীয় ৪টি মাদ্রাসা ও এতিমখানায় মাছগুলো বিতরণ করে বিজিবি।
কয়া ক্যাম্পের টহল দলের কমান্ডার সুবেদার আলমগীর হোসেন বলেন, একই সীমান্তে শুক্রবার সকালে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৪৪০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।