কুষ্টিয়ায় কাউন্সিলর প্রার্থীর কেন্দ্র দখলের চেষ্টা (ভিডিও)
কুষ্টিয়া প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১২:৪৬:১৯ | অনলাইন সংস্করণ
কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ১০ নং ওয়ার্ডে এক কাউন্সিলর প্রার্থী কেন্দ্র দখলের চেষ্টা করেছেন।
শনিবার সকালে ভোটগ্রহণের শুরুতেই কাউন্সিলর প্রার্থী কিশোর কুমার জগোর সমর্থকরা ওয়ার্ডের মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করেন।
এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা লাভলুর সমর্থকরা বাধা দিলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।
পরে আইনশৃঙ্খলা বাহিনী দুপক্ষকে কেন্দ্র থেকে বের করে দেয়।
ওই কেন্দ্রের দায়িত্বরত এসআই আরিফুল ইসলাম যুগান্তরকে বলেন, তেমন কোনো সমস্যা হয়নি। সবকিছু প্রিসাইডিং অফিসার বলতে পারবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুষ্টিয়ায় কাউন্সিলর প্রার্থীর কেন্দ্র দখলের চেষ্টা (ভিডিও)
কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ১০ নং ওয়ার্ডে এক কাউন্সিলর প্রার্থী কেন্দ্র দখলের চেষ্টা করেছেন।
শনিবার সকালে ভোটগ্রহণের শুরুতেই কাউন্সিলর প্রার্থী কিশোর কুমার জগোর সমর্থকরা ওয়ার্ডের মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করেন।
এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা লাভলুর সমর্থকরা বাধা দিলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।
পরে আইনশৃঙ্খলা বাহিনী দুপক্ষকে কেন্দ্র থেকে বের করে দেয়।
ওই কেন্দ্রের দায়িত্বরত এসআই আরিফুল ইসলাম যুগান্তরকে বলেন, তেমন কোনো সমস্যা হয়নি। সবকিছু প্রিসাইডিং অফিসার বলতে পারবেন।