আল্লামা শফী হত্যায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম ব্যুরো
১৬ জানুয়ারি ২০২১, ২০:২৩:৩৯ | অনলাইন সংস্করণ
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা আহমদ শফী হত্যা মামলার আসামিদের শাস্তির দাবি করেছে ‘সচেতন আলেম সমাজ ও মুসলিম উম্মাহ’র ব্যানারে একদল আলেম-ওলামা।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান আল্লামা শাহ আহমদ শফীর শ্যালক ও মামলার বাদী মাওলানা মো. মঈনুদ্দীন।
তিনি বলেন, আল্লামা শফীর কীভাবে মৃত্যু হয়েছে, কারণটা খতিয়ে দেখে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বিচারপ্রত্যাশী এবং মামলার বাদীকে বারবার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে'র আদালতে আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে শ্যালক মো. মঈনুদ্দীন একটি মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করছে।
ওই মামলায় ৩৬ জনকে আসামি করা হয়েছে, যাদের অধিকাংশই হেফাজতে ইসলামের বর্তমান আমীর জুনায়েদ বাবুনগরীর অনুসারী।
গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা আহমদ শফী।
শফীর ছেলে আনাসকে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষক পদ থেকে অব্যাহতিসহ ছয় দফা দাবিতে ১৬ সেপ্টেম্বর জোহরের নামাজের পর থেকে বিক্ষোভ শুরু করেন ছাত্ররা।
ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আহমদ শফী। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।
মামলায় অভিযোগ করা হয়েছে- আল্লামা শফীকে মানসিক নির্যাতনের মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আল্লামা শফী হত্যায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা আহমদ শফী হত্যা মামলার আসামিদের শাস্তির দাবি করেছে ‘সচেতন আলেম সমাজ ও মুসলিম উম্মাহ’র ব্যানারে একদল আলেম-ওলামা।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান আল্লামা শাহ আহমদ শফীর শ্যালক ও মামলার বাদী মাওলানা মো. মঈনুদ্দীন।
তিনি বলেন, আল্লামা শফীর কীভাবে মৃত্যু হয়েছে, কারণটা খতিয়ে দেখে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বিচারপ্রত্যাশী এবং মামলার বাদীকে বারবার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে'র আদালতে আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে শ্যালক মো. মঈনুদ্দীন একটি মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করছে।
ওই মামলায় ৩৬ জনকে আসামি করা হয়েছে, যাদের অধিকাংশই হেফাজতে ইসলামের বর্তমান আমীর জুনায়েদ বাবুনগরীর অনুসারী।
গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা আহমদ শফী।
শফীর ছেলে আনাসকে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষক পদ থেকে অব্যাহতিসহ ছয় দফা দাবিতে ১৬ সেপ্টেম্বর জোহরের নামাজের পর থেকে বিক্ষোভ শুরু করেন ছাত্ররা।
ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আহমদ শফী। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।
মামলায় অভিযোগ করা হয়েছে- আল্লামা শফীকে মানসিক নির্যাতনের মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।