মোহনগঞ্জে সংঘর্ষ ও হামলায় দুই কাউন্সিলর প্রার্থীসহ আহত ৯
নেত্রকোনা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ২১:২৩:০১ | অনলাইন সংস্করণ
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে সংঘর্ষ, কাউন্সিলর প্রার্থী আহত ও বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শনিবার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। ভোটগ্রহণ চলাকালে সকাল ৯টায় বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় ৭নং ওয়ার্ডের গাজর প্রতীকের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম রফিক (৪৮) গুরুতর আহত হন।
একই কেন্দ্রে দুপুর ২টায় কাউন্সিলর প্রার্থী আল্লাদ মিয়ার সাথে অন্য কাউন্সিলরদের বাদানুবাদের ঘটনার জেরে ভোট কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দৌলতপুরে মেহেদী হাসান মারাজ (৩০), টিটু (৩০), রাব্বী (২২), ইমরান (২৫), মতি (৫০) ও গরুহাট্টার স্বপন (৩০) আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় স্বপনকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয়।
এ ঘটনার পরপরই আদর্শ হাইস্কুল কেন্দ্রের বাইরে প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল আলম (৪৫) আহত হন। এছাড়াও টেংগাপাড়ার শফিকুল ইসলাম (১৮) আহত হন।
মোহনগঞ্জে বেশ কয়েকটি ভোট কেন্দ্র জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি পরিদর্শন করেন। এ সময় মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মোহনগঞ্জে সংঘর্ষ ও হামলায় দুই কাউন্সিলর প্রার্থীসহ আহত ৯
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে সংঘর্ষ, কাউন্সিলর প্রার্থী আহত ও বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শনিবার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। ভোটগ্রহণ চলাকালে সকাল ৯টায় বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় ৭নং ওয়ার্ডের গাজর প্রতীকের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম রফিক (৪৮) গুরুতর আহত হন।
একই কেন্দ্রে দুপুর ২টায় কাউন্সিলর প্রার্থী আল্লাদ মিয়ার সাথে অন্য কাউন্সিলরদের বাদানুবাদের ঘটনার জেরে ভোট কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দৌলতপুরে মেহেদী হাসান মারাজ (৩০), টিটু (৩০), রাব্বী (২২), ইমরান (২৫), মতি (৫০) ও গরুহাট্টার স্বপন (৩০) আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় স্বপনকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয়।
এ ঘটনার পরপরই আদর্শ হাইস্কুল কেন্দ্রের বাইরে প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল আলম (৪৫) আহত হন। এছাড়াও টেংগাপাড়ার শফিকুল ইসলাম (১৮) আহত হন।
মোহনগঞ্জে বেশ কয়েকটি ভোট কেন্দ্র জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি পরিদর্শন করেন। এ সময় মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন উপস্থিত ছিলেন।