জামালপুরে শীতার্তদের মাঝে কেন্দ্রীয় যুবলীগ নেতার কম্বল বিতরণ
অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২১, ১০:৪৬:৪৯ | অনলাইন সংস্করণ
জামালপুর মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে দুই হাজার হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার এস.এম সাইফুল্লাহ রহমান।
আর.এম. গ্রুপের সহযোগিতায় শনিবার দুপুরে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের সগুনা গ্রামের এস এম মোখলেছুর রহমান কলেজ মাঠে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আর.এম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর খালেদ হাসান মতিন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার এস.এম সাইফুল্লাহ রহমান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রাজ্জাক হোসাইন রাজ, সমাজসেবক সাহার মতিন চৌধুরী, রেজওয়ানা সুলতানা চৌধুরী, ফারিয়া মাহবুব পিয়াসা, মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, সাধারণ সম্পাদক শাহীন বাঘাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের জন্য আজ আমরা শীতবস্ত্র নিয়ে এসেছি। একটি মানুষও যেন চলমান শীতে কষ্ট না পায় এ জন্য সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানান তারা। আলোচনা শেষে ২০০০ হাজার অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান চঞ্চল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জামালপুরে শীতার্তদের মাঝে কেন্দ্রীয় যুবলীগ নেতার কম্বল বিতরণ
জামালপুর মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে দুই হাজার হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার এস.এম সাইফুল্লাহ রহমান।
আর.এম. গ্রুপের সহযোগিতায় শনিবার দুপুরে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের সগুনা গ্রামের এস এম মোখলেছুর রহমান কলেজ মাঠে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আর.এম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর খালেদ হাসান মতিন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার এস.এম সাইফুল্লাহ রহমান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রাজ্জাক হোসাইন রাজ, সমাজসেবক সাহার মতিন চৌধুরী, রেজওয়ানা সুলতানা চৌধুরী, ফারিয়া মাহবুব পিয়াসা, মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, সাধারণ সম্পাদক শাহীন বাঘাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের জন্য আজ আমরা শীতবস্ত্র নিয়ে এসেছি। একটি মানুষও যেন চলমান শীতে কষ্ট না পায় এ জন্য সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানান তারা। আলোচনা শেষে ২০০০ হাজার অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান চঞ্চল।