মধুমতিতে বালুবাহী ট্রলার ডুবিতে নিখোঁজ ২
গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ১৮:৫০:১৭ | অনলাইন সংস্করণ
গোপালগঞ্জের মধুমতি নদীতে বালুবাহী বলগেট ডুবিতে ২ জন নিখোঁজ হয়েছেন। রোবাবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা গ্রামে মধুমতি নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধার কাজ চালাচ্ছে খুলনা ও গোপালগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ ওই দু'জন হলেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর গ্রামের আব্দুল গনি চৌকিদারের ছেলে রিপন চৌকিদার (২৩) ও একই গ্রামের শাহজাহান পাটোয়ারির ছেলে বেলাল পাটোয়ারি (৩০)।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানে আলম বলেন, শনিবার রাতে নড়াইল জেলার বড়দিয়া থেকে বালুবোঝাই করে এমবি শেখ পরিবহন একটি বলগেট টেকেরহাটের উদ্দেশে ছেড়ে আসে। রাতে গোপালগঞ্জ সদরের তালাঘাটে এসে নোঙর করে রাখে। তিনজন শ্রমিক ওই ট্রলারে ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি, উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়র সার্ভিস।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মধুমতিতে বালুবাহী ট্রলার ডুবিতে নিখোঁজ ২
গোপালগঞ্জের মধুমতি নদীতে বালুবাহী বলগেট ডুবিতে ২ জন নিখোঁজ হয়েছেন। রোবাবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা গ্রামে মধুমতি নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধার কাজ চালাচ্ছে খুলনা ও গোপালগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ ওই দু'জন হলেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর গ্রামের আব্দুল গনি চৌকিদারের ছেলে রিপন চৌকিদার (২৩) ও একই গ্রামের শাহজাহান পাটোয়ারির ছেলে বেলাল পাটোয়ারি (৩০)।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানে আলম বলেন, শনিবার রাতে নড়াইল জেলার বড়দিয়া থেকে বালুবোঝাই করে এমবি শেখ পরিবহন একটি বলগেট টেকেরহাটের উদ্দেশে ছেড়ে আসে। রাতে গোপালগঞ্জ সদরের তালাঘাটে এসে নোঙর করে রাখে। তিনজন শ্রমিক ওই ট্রলারে ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি, উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়র সার্ভিস।