সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে পাবনায় নানা কর্মসূচি
পাবনা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ২০:২৯:৪৫ | অনলাইন সংস্করণ
শ্রদ্ধা ও ভালোবাসায় রোববার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে মহানায়িকার পৈতৃক বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে তার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মি. সঞ্জীব কুমার ভাটিসহ অন্যরা।
পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার মি. সঞ্জীব কুমার ভাটি।
তিনি বলেন, বাংলাদেশ সত্যিকারেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমি এদেশে কাজ করতে এসে তা বাস্তবে অনুভব করেছি। তিনি বলেন, সুচিত্রা সেনের সেলিব্রেশনের মাধ্যমে এ অঞ্চলে দুই দেশের প্রীতির বন্ধন আরো জোরদার হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকেই ভারত বাংলাদেশে পরস্পর মৈত্রী বন্ধনে আবদ্ধ। আগামীতেও সেই ধারা অব্যহত থাকবে।
করোনা ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, ভারত বাংলাদেশকেই প্রথম করোনা ভ্যাকসিন প্রদান করবে। করোনা প্রাদুর্ভাব প্রশমন হলেই তিনি পাবনায় চলচ্চিত্র উৎসব করার কথা বলেন। ড. মো. হাবিবুল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মধু। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সুচিত্রা সেনের স্মৃতিময় বিদ্যাপীঠ সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হরিশ চন্দ্র চৌধুরী, পরিষদের সভ-সভাপতি ডা. রামদুলাল ভৌমিক, কৃষিবিদ জাফর সাদেক, প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সরওয়ার মোর্শেদ উল্লাস, হাসিনা আক্তার রোজী প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে পাবনায় নানা কর্মসূচি
শ্রদ্ধা ও ভালোবাসায় রোববার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে মহানায়িকার পৈতৃক বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে তার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মি. সঞ্জীব কুমার ভাটিসহ অন্যরা।
পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার মি. সঞ্জীব কুমার ভাটি।
তিনি বলেন, বাংলাদেশ সত্যিকারেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমি এদেশে কাজ করতে এসে তা বাস্তবে অনুভব করেছি। তিনি বলেন, সুচিত্রা সেনের সেলিব্রেশনের মাধ্যমে এ অঞ্চলে দুই দেশের প্রীতির বন্ধন আরো জোরদার হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকেই ভারত বাংলাদেশে পরস্পর মৈত্রী বন্ধনে আবদ্ধ। আগামীতেও সেই ধারা অব্যহত থাকবে।
করোনা ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, ভারত বাংলাদেশকেই প্রথম করোনা ভ্যাকসিন প্রদান করবে। করোনা প্রাদুর্ভাব প্রশমন হলেই তিনি পাবনায় চলচ্চিত্র উৎসব করার কথা বলেন। ড. মো. হাবিবুল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মধু। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সুচিত্রা সেনের স্মৃতিময় বিদ্যাপীঠ সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হরিশ চন্দ্র চৌধুরী, পরিষদের সভ-সভাপতি ডা. রামদুলাল ভৌমিক, কৃষিবিদ জাফর সাদেক, প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সরওয়ার মোর্শেদ উল্লাস, হাসিনা আক্তার রোজী প্রমুখ।