আ’লীগের তিন বিদ্রোহীর একসঙ্গে মনোনয়নপত্র জমা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ২০:৩৩:৩১ | অনলাইন সংস্করণ
চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। রোববার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
এ নির্বাচনে আখাউড়া পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজলের বিপরীতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) তিনজন মেয়র প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে সাবেক মেয়র ও বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী নূরুল হক ভূঁইয়া দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজলের এক সমর্থক কর্তৃক লাঞ্ছিত হওয়ার কথা উল্লেখ করে বলেন, বর্তমান মেয়রের অত্যাচার চরম আকারে পৌঁছেছে। নৌকা প্রতীক পাওয়ার জন্য তিনি শুভ-অশুভ প্রক্রিয়া সম্পূর্ণ করে মনোনয়ন নিশ্চিত করেছেন। তবে তিনি নৌকা প্রতীক পেলেও জনগণের রায়ে আমরা তিনজনের যে কোনো একজন মেয়র নির্বাচিত হব।
১৪ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনে ভোটগ্রহণের মাধ্যমে এ অত্যাচারের অবসান ঘটবে বলে ওই তিন মেয়র প্রার্থী প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে। আখাউড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩১ ও নারী ১৪ হাজার ৬৭৯ জন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আ’লীগের তিন বিদ্রোহীর একসঙ্গে মনোনয়নপত্র জমা
চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। রোববার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
এ নির্বাচনে আখাউড়া পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজলের বিপরীতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) তিনজন মেয়র প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে সাবেক মেয়র ও বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী নূরুল হক ভূঁইয়া দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজলের এক সমর্থক কর্তৃক লাঞ্ছিত হওয়ার কথা উল্লেখ করে বলেন, বর্তমান মেয়রের অত্যাচার চরম আকারে পৌঁছেছে। নৌকা প্রতীক পাওয়ার জন্য তিনি শুভ-অশুভ প্রক্রিয়া সম্পূর্ণ করে মনোনয়ন নিশ্চিত করেছেন। তবে তিনি নৌকা প্রতীক পেলেও জনগণের রায়ে আমরা তিনজনের যে কোনো একজন মেয়র নির্বাচিত হব।
১৪ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনে ভোটগ্রহণের মাধ্যমে এ অত্যাচারের অবসান ঘটবে বলে ওই তিন মেয়র প্রার্থী প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে। আখাউড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩১ ও নারী ১৪ হাজার ৬৭৯ জন।